Today Kolkata Traffic Update : দুপুরের পর কলকাতায় ৩ মিছিল, যানজটে ভুগতে পারেন অফিস ফেরতা মানুষ! যশোর রোডেও বাড়তি চাপ – kolkata and north 24 parganas traffic update on 6th september 2023


চলছে সপ্তাহের মাঝামাঝি সময়। আজ বুধবার, সপ্তাহের আরও এক কাজের দিন। খুব স্বাভাবিকভাবেই শহর কলকাতার রাস্তায় থাকবে ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই ভিড় বাড়তে থাকবে। ফলে আশঙ্কা থাকছে যানজটেরও। অন্যদিকে শহর কলকাতাকে কেউ কেউ বলেন ‘মিছল নগরী’। অর্থাৎ সারা বছরই কলকাতার রাস্তায় লেগেই থাকে মিটিং-মিছিল সমাবেশ। কখনও কখনও তা সপ্তাহের কাজের দিনে ব্যস্ত সময়েও আয়োজিত হয়। যার জেরে নাজেহাল হতে হয় মানুষকে। একদিকে যেমন গন্তব্যে পৌঁছতে বিলম্ব হয়, অন্যদিকে তেমনই নষ্ট হয় সময়। এককথায় দিনের কোনও গুরুত্বপূর্ণ কাজই সময়মতো করা যায় না। তাই রাস্তাঘাটের কী চিত্র, অর্থাৎ কোথায় ভিড় বা যানজট, সেই বিষয়ে অবশ্যই খবর রাখা উচিত।

Kachua Dham Loknath Mandir : কচুয়ায় ৩ দিন ব্যাপি উৎসব, বিপুল ভক্ত সমাগম! যশোর রোডে তীব্র যানজটের আশঙ্কা
আজ কলকাতার কোথায়-কখন মিছিল?
এই বিষয়ে কলকাতার রাস্তাঘাটের আজকের আপডেট দিচ্ছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক পুলিশ জানাচ্ছে, আজ এখনও পর্যন্ত যান চলাচল স্বাভাবিকই আছে। তবে এদিন শহরে রয়েছে ৩টি মিছিল। সেক্ষেত্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এদিন দুপুর ৩টে নাগাদ চৈতন্য গৌড়িয় মঠ থেকে শুরু হবে একটি ধর্মীয় শোভাযাত্রা। তারপর শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, হাজরা রোড, শরৎ বোস রোড হয়ে এগিয়ে যাবে সেটি। এরপর বিকেল ৫টা নাগাদ আরও একটি মিছিল রয়েছে। বাগবাজার স্ট্রিট, রাজবল্লভ পাড়া, শ্যামবাজার অঞ্চল দিয়ে যাবে সেই মিছিলটি। তার ঠিক পরেই সাড়ে ৫টা নাগাদ ব্রেবোর্ন রোড, টি বোর্ড, ক্যানিং স্ট্রিট, রবীন্দ্র সরণীর মতো এলাকা দিয়ে যাবে আরও একটি মিছিল। ফলে যানজটের মাঝে পড়তে পারেন অফিস ফেরত মানুষ।

Street Foods In Kolkata : কলকাতার এই জায়গায় তৈরি হচ্ছে প্রথম ফুড স্ট্রিট, কী কী খাবার পাবেন?
যশোর রোডে বাড়তি চাপ
অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষ্যে ব্যাপক ভিড় উত্তর ২৪ পরগনার চাকলা ও কচুয়া গ্রামে। এই দিনটিকেই আবার বাবা লোকনাথের জন্মতিথই হিসেবে উদযাপন করেন তাঁর ভক্তরা। আর সেই কারণে গতকাল রাত থেকেই পুণ্যার্থীদের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় যশোর রোড। পাশাপাশি একই চিত্র দেখা যায় কচুয়া ধামে যাওয়ার প্রধান রাস্তা টাকি রোডেও। রাত যত বেড়েছে, ততই ভিড় বেড়েছে মধ্যমগ্রাম, সোদপুর রোড, ডাকবাংলো মোড়, চাঁপাডালি মোড়ের মতো গুরুত্বপূর্ণ জায়াগাগুলিতে। আজ কিছু পুণ্যার্থী যেমন ফিরবেন, তেমনই নতুন করে আরও ভক্তরা চাকলা ও কচুয়ার উদ্দেশে রওনা দেবেন। সেক্ষেত্রে এদিনও ওই রাস্তায় বাড়তি ভিড় ও যানজটের আশঙ্কা থাকছে। যদিও যান চলাচল স্বাভাবিক রাখতে সদা সতর্ক রয়েছে ট্রাফিক বিভাগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *