জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলবানিয়ার (Albania) জাতীয় দলের স্ট্রাইকার আর্মান্দো সাদিকুরকে (Armando Sadiku) সই করিয়ে, গত জুনে চমকে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোমানিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক গোল এসেছিল তাঁর পা থেকেই। সেই গোলেই রোমানিয়ার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ফুটবলে জয় পায় আলবানিয়া। এএফসি কাপ (AFC Cup 2023-24) ও আইএসএল (ISL 2023-24) খেলানোর জন্য়ই জুয়ান ফেরান্দো (Juan Ferando) জেসন কামিংস (Jason Cummings) ও দিমিত্রি পেত্রাতোসদের (Dimitri Petratos) সঙ্গে জুড়েছেন সাদিকুকে। লা লিগার দ্বিতীয় ডিভিশন ক্লাব এফসি কার্টাজেনা থেকে, দু’বছরের চুক্তিতে সবুজ-মেরুন সংসারে আসা সাদিকু কিন্ত তাঁর ছাপ রেখেছেন সদ্যসমাপ্ত ডুরান্ড কাপেই (Durand Cup 2023)। গত রবিবার ইস্টবেঙ্গলকে ০-১ (East Bengal vs Mohun Bagan) গোলে হারিয়ে ১৭ বারের জন্য় ডুরান্ড জিতেছে মোহনবাগান।
ডুরান্ডে এই সাদিকুর গোলেই মোহনবাগান উঠেছিল ফাইনালে। সবুজ মেরুন ২-১ গোলে এফসি গোয়াকে হারিয়ে দিয়েছিল। ম্যাচের ৫৭ মিনিটে হুগো বুমোসকে তুলে আর্মান্দো সাদিকুকে নামায় ফেরান্দো। মাঠে নামার চার মিনিটের মধ্যেই আলবেনিয়ান ফরোয়ার্ড গোল করেন। সন্ধেশ ঝিঙ্গনের ভুলে বক্সের বাইরে বল পেয়ে যান সাদিকু। দূর থেকে দারুণ শটে গোল করেন তিনি। এই সাদিকু এবার দেশের জার্সিতে জাতীয় কর্তব্য পালন করবেন। ২০২৪ ইউরো কাপের বাছাই পর্বের জোড়া ম্য়াচ খেলবে আলবানিয়া। সাদিকু তাঁর দেশের নক্ষত্র ফুটবলার। সেজন্য়ই কোচ সিলভিনহো ডেকে নিয়েছেন তাঁকে। আলবানিয়া প্রথম ম্য়াচ আগামিকাল, ৮ সেপ্টেম্বর। প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। এর ঠিক দু’দিন পরেই সাদিকুরা খেলবেন রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডের বিরুদ্ধে। ইউরো কাপের যোগ্যতা পর্বে আলবানিয়া রয়েছে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, মলডোভা ও ফারো আইল্যান্ডের সঙ্গে। সাদিকুর সঙ্গে জুটি বাঁধবে চেলসির স্টার আর্মান্দো ব্রোহার সঙ্গে। এই মুহূর্তে গ্রুপে শীর্ষে চেক প্রজাতন্ত্র। দুয়ে আলবানিয়া। ৩ ম্যাচ খেলে সাদিকুদের পকেটে রয়েছে ৬ পয়েন্ট। সাদিকুর খেলা দেখতে চাইলে শুক্রবার রাতে ১২.১৫ মিনিটে (ক্যালেন্ডার মতে ৯ সেপ্টেম্বর) আপনাকে চোখ রাখতে হবে টিভি ও স্মার্টফোনে। Disney+ hotstar, sonyLiv, Discovery+, Jio TV প্ল্যাটফর্মে আপনি দেখতে পারবেন। সনির চ্যানেলে সরাসরি সম্প্রচারও করা হবে।
আরও পড়ুন: Cristiano Ronaldo: ‘আমাকে ভালোবাসলে, মেসিকে ঘৃণা করবেন না, আমি ওকে শ্রদ্ধা করি!