পঞ্চায়েত ভোট জয়ের লক্ষ্য নিয়ে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু হয়ে রাজ্যের প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে কাকদ্বীপে এসে শেষ হয় জনসংযোগ যাত্রা। ৫১ দিন ধরে অসংখ্য রোড শো, মিটিং করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। পঞ্চায়েত দল কাদের প্রার্থী করবে সেই নিয়ে মতামতও নেন তৃণমূল নেতা। পঞ্চায়েত ভোটে তাঁর সুফল মিলেছে এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। ঠিক সেই কারণেই ২০২৪ লোকসভা নির্বাচনের আগে নতুনরূপে ফিরতে পারে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি! ফের গোটা রাজ্য চষে বেড়াবেন অভিষেক? এই নিয়েই শাসকদলের অন্দরে এখন তুমুল জল্পনা।
