Aliah University: রাতে অসুস্থ এক ছাত্র, ফোন তুললেন না ভিসি-রেজিস্ট্রার – even after a student fell seriously ill at alia university new town campus none of the vc registrars picked up the phone


এই সময়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে র‍্যাগিং ও ছাত্রমৃত্যু নিয়ে টানা ২৬ দিন ধরে শোরগোল চলছে। এরই মধ্যে কলকাতার অন্য একটি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ফের প্রশ্ন উঠল ক্যাম্পাসে, হস্টেলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকাও। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসের পড়ুয়াদের অভিযোগ, মঙ্গলবার রাতে এক পড়ুয়া গুরুতর অসুস্থ হয়ে হস্টেলে পড়ে থাকলেও চিকিৎসার ব্যবস্থা তো দূর, কর্তৃপক্ষের কেউ ফোন পর্যন্ত রিসিভ করেননি। সহপাঠীর অবস্থা বুঝে বাকি পড়ুয়ারাই তাঁকে নিয়ে বেসরকারি হাসপাতালে পৌঁছে যান। গাড়ির ভাড়া থেকে চিকিৎসার খরচ জোগান চাঁদা তুলে। এরপরই প্রতিবাদী ছাত্ররা আন্দোলনে নামেন। পড়ুয়াদের প্রশ্ন, যাদবপুরের ঘটনার পরেও কর্তৃপক্ষের ঘুম ভাঙল কোথায়? ওই পড়ুয়ার কিছু হয়ে গেলে দায় কার হতো?

Jadavpur University News : মেস-পিজির চাহিদা তুঙ্গে! যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় ‘ঘর’ পেতে হিমশিম পড়ুয়াদের
নিউ টাউন ক্যাম্পাসে দু’টি হস্টেলে ১২০০ পড়ুয়া থাকেন বলে ছাত্রছাত্রীরা জানান। মঙ্গলবার রাতে স্নাতকের পড়ুয়া ওয়াহিদ রহমান অসুস্থ হয়ে পড়েন। তাঁর ব্লাড সুগার লেভেল বেড়ে যায় বলে খবর। পড়ুয়াদের অভিযোগ, প্রায় শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হস্টেল কর্তৃপক্ষ থেকে ভারপ্রাপ্ত ভিসি, রেজিস্ট্রারকে অনেক পড়ুয়াই ফোন করেন। কিন্তু কেউ ফোন তোলেননি বলে অভিযোগ। বছরের শুরুতেই এক ছাত্রকে ওই হস্টেলের সামনে পিষে দেয় একটি গাড়ি। তারপর হস্টেল ও ক্যাম্পাসে অ্যাম্বুল্যান্স, সুচিকিৎসা ব্যবস্থার দাবি ওঠে। কিন্তু তারপরেও ব্যবস্থাগুলি করা হয়নি বলে অভিযোগ।

Jadavpur University News : কোথায় বসবে CCTV, লিখিতভাবে জানাতে হবে! যাদবপুরের বৈঠকে ‘আজব’ দাবি ছাত্র সংগঠনের
মঙ্গলবার রাতে পড়ুয়ারাই শেষে গাড়ি ভাড়া করে হস্টেল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ওয়াহিদকে। পথেও একাধিক বার ভিসি-রেজিস্ট্রার ও অন্যদের ফোন করা হলে তাঁরা সাড়া দেননি বলে অভিযোগ। আলিয়ায় দিন কয়েক আগে প্রাক্তন আইপিএস অফিসার এম ওয়াহাবকে কেরালা থেকে এনে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। মঙ্গলবারের ঘটনায় তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা।

Jadavpur University News : মমতার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা! আজই নবান্নে যেতে পারে যাদবপুরের মৃত পড়ুয়ার পরিবার
রাতে ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করার পরে হস্টেলে ফিরে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখান একদল পড়ুয়া। তাঁদের নিরাপত্তা, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা এবং কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব তাঁরা। বুধবার জন্মাষ্টমীর ছুটি ছিল ক্যাম্পাসে। আজ, বৃহস্পতিবার পড়ুয়ারা বড় আন্দোলনের ডাক দিয়েছেন। দাবি মানা না হলে লাগাতার অনশন আন্দোলনেরও ডাক দিয়েছেন তাঁরা।

Jadavpur University : বহু প্রশ্নেই যাদবপুরের সদুত্তর পেল না ইউজিসি
কী বলছেন কর্তৃপক্ষ? ভারপ্রাপ্ত ভিসি এম ওয়াহাবের দাবি, ‘সমস্যাটা শুধুই ১০-১৫ জন পড়ুয়ার। তাঁরা নানা কারণে এমন সমস্যা তুলে আনছেন। এর নেপথ্যে রাজনৈতিক কারণও কাজ করে থাকতে পারে। তবে ওই অসুস্থ পড়ুয়ার বিষয়ে যা করণীয় আমরা করেছি।’ ভারপ্রাপ্ত ভিসির দাবি, তাঁর ঘর সকলের জন্য খোলা, পড়ুয়ারা এলেই তিনি আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভারপ্রাপ্ত ভিসি। তবে তাঁর কথায়, ‘ক্যাম্পাসে ২৪ ঘণ্টার জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করার মতো আর্থিক সঙ্গতি নেই। সকলের সঙ্গে কথা বলব।’ ওয়াহিদকে বুধবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তাঁর ব্লাড সুগার লেভেল এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে সূত্রের খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *