DA News : বিধায়কদের মেগা বেতন বৃদ্ধি হলেও ডিএ-র দেখা নাই! সরকারি কর্মীদের নিয়ে কী বললেন রাজ্যের মন্ত্রী? – manas bhunia reaction about da protest after mla salary hike


বৃহস্পতিবার বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সেই ঘোষণার পরেই শোরগোল পড়ে গিয়েছে বিভিন্নমহলে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার বিরুদ্ধে ব্যাপকভাবে সরব হয়েছেন ডিএ আন্দোলনকারীরা। যদিও ডিএ আন্দোলনকারীদের দাবি নিয়ে কিছু বলতে চাইলেন না তৃণমূলের কর্মচারি সংগঠনের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তথা রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইঞা। পাশাপাশি বেতন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী প্রশংসাও করেন তিনি।

মানস ভুঁইঞা বলেন, ‘মুখ্যমন্ত্রী সহৃদয় মহিলা, তিনি বিধায়াকদের কষ্টটা বুঝেছেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, তিনি বিধায়কদের এই অর্থৈনতিক দুরবস্থার কথা চিন্তা করে তিনি আজকে সহৃদয়তা দেখিয়েছেন, তাঁদের বেতন বৃদ্ধি করেছেন।’ তবে ডিএ আন্দোলনকারীদের বক্তব্য নিয়ে সরাসরি কিছু বলতে চাননি মানস।

Nawsad Siddique On MLA Salary Hike : বিধায়কদের বেতন বৃদ্ধির তীব্র সমালোচনা, প্রত্যাখ্যান করবেন? নওশাদ বললেন …
ডিএ নিয়ে মানস ভুঁইঞা বলেন, ‘ডিএ নিয়ে কে কী বলছে ওই নিয়ে মন্তব্য করার দরকার নেই, করবোও ন। ডিএ আমরা দিয়েছি, ডিএ আমরা দিচ্ছি। আমরা ৬ শতাংশ ইতিমধ্যেই দিয়েছি। আবার সম্প্রতি ট্যাক্স বেনিফিটসের অর্ডার বেরিয়েছে, ১২৫ শতাংশ বেসিক পে-এর সঙ্গে আমরা জুড়ে দিয়েছি। প্রত্যেক মাসে আমরা বেতন দিচ্ছি, পেনশন দিচ্ছি।’

West Bengal MLA Salary: এক লাফে বাড়ল ৪০ হাজার, লাখ ছাড়িয়ে এখন বাংলার বিধায়কদের বেতন জানেন?
এরপরেই মানস ভুঁইঞা বলেন, ‘১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে বাকি। যাঁরা ডিএ নিয়ে সরকারের বিরোধিতা করে বক্তব্য রাখছেন, তাঁদের অনুরোধ করব, দিল্লিতে ধরনা দিয়ে বাংলার প্রাপ্য টাকাটা নিয়ে আসুন, ডিএ দিয়ে দেব।’

DA Hike: সরকারি কর্মচারীদের জন্য বাম্পার সুখবর! 47 শতাংশ পেরিয়ে গেল ডিএ, কত টাকা বেশি পাবেন?
আগে যা বলেন মানস…
এর আগে এইসময় ডিজিটালকেই মানস ভুঁইঞা দাবি করেছিলেন, সরকারি কর্মচারিদের কোনও অবহেলা মুখ্যমন্ত্রী কোনওদিন করেননি। রাজ্য প্রশাসনিক ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেয় তা গোটা দেশে নজির স্থাপন করে। তিনি আরও বলেন, ‘সরকার কখনও বলেনি সরকারি কর্মীদের বঞ্চিত করে ডিএ দেবে না, বর্তমানে জিএসটি চালু হওয়ায় কেন্দ্র বিপুল পরিমাণ কর নিয়ে চলে যাচ্ছে এবং সময় মতো রাজ্যকে প্রাপ্য অর্থ ফেরত দিচ্ছে না।’ সেই সময় তিনি দাবি করেন, কেন্দ্র রাজ্যকে প্রাপ্য এক লাখ ১৮ হাজার কোটি টাকা দিচ্ছে না। শুধু তাই নয়, ১০০ দিনের প্রাপ্য টাকা থেকেও রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মানস।

একনজরে দেখে নেওয়া যাক বিধায়কদের বেতন…

বিধানসভায় অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধির কথা ঘোষণা করার পর বর্তমানে মন্ত্রী বিধায়কদের বেতন কত হল এক নজরে দেখে নেওয়া যাক-
পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ভাতা সহ
আগে ছিল ১,১০,০০০
বর্তমানে বেতন হল ১,৫০,০০০ (প্রায়)

রাষ্ট্র মন্ত্রীদের বেতন ভাতা সহ
আগে বেতন ছিল ১,০৯,৯০০ টাকা
বর্তমানে বেতন হল ১,৪৯,৯০০ (প্রায়)

বিধায়কদের বেতন ভাতা সহ
আগে বেতন ছিল ৮১, ০০০ টাকা
বর্তমানে বেতন হল- ১,২১,০০০ (প্রায়)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *