Dakshin 24 Pargana News : ‘জাদুকাঠি’-র ছোঁয়ায় গায়েব বাইক! পুলিশের জালে সোনারপুরের শানু, নেপথ্যে বড় চক্র? – sonarpur police arrested two allegedly stealing bike from harinavi area


সিসিটিভি ফুটেজের সূত্রে ধরেই কিস্তিমাত। ভিডিয়ো রেকর্ডিং থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বাইক চুরি চক্রের হদিস পেল সোনারপুর থানার পুলিশ। সোনারপুরে বাইক চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ। ধৃতদের থেকে একটি বাইক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতরা বাইক চুরি চক্রের সঙ্গে সরাসরি জড়িত বলে মনে করছে পুলিশ। আজ আদালতে তোলা হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে সোনারপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে।

সোনারপুর থানা এলাকার হরিনাভীর বাসিন্দা বিধান দেবনাথ। তিনি একজন ব্যবসায়ী। তাঁর দোকানের সামনে রাখা বাইক হঠাৎ চুরি হয়ে যায়। বিষয়টি সিসিটিভি ক্যামেরাতে ধরাও পড়ে। বাইক চুরির ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ।

Sundarban News : সোনার দেবীমূর্তি বিক্রির নামে সুন্দরবনে প্রতারণার ফাঁদ, অস্ত্র সহ ধৃত লুঠেরা গ্যাংয়ের পাণ্ডা
তদন্তে নেমে সিসিটিভি থেকে পাওয়া ফুটেজের ভিত্তিতেই মেলে সাফল্য। বুধবার বিকেলে সোনারপুর থানা এলাকায় চৌহাটি থেকে শানু দেবনাথ নামে একজনকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসবাদ করে বুধবার রাতেই বিষ্ণুপুর থানা এলাকা থেকে মিলন মাঝি নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা কোনও বাইক পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Siliguri News : ‘সর্পাঘাত’, ‘ডাকিনীর দৃষ্টি’র ভয় দেখিয়ে বুজরুকির কারবার, শিলিগুড়িতে গ্রেফতার হাত সাফাইয়ে পটু ‘বাইক বাবাজি’
বিধান দেবনাথ বলেন, ‘৪ সেপ্টেম্বর বাইক চুরির ঘটনা ঘটে। আমি সকাল সাড়ে আটটা নাগাদ আমার দোকানের সামনে বাইকটি রাখি। সকালের ১১টার সময় দোকানের বাইরে বেরিয়ে দেখি বাইকটি নেই। তারপর গোটা বিষয়টি সোনারপুর থানায় জানাই। লিখিত অভিযোগও জানানো হয়। পুলিশের তরফে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়। স্থানীয় এক বাসিন্দাদের থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়। ফুটেজে এক যুবককে বারবার সাইকেল নিয়ে ঘোরা ফেরা করতে দেখা গিয়েছে। তারপর ফোনে কথা বলতে বলতে সে রাস্তা দিয়ে হাঁটছিল। পরে তাঁকেই বাইক চালিয়ে চলে যেতে দেখা যায়। এর ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি।’

Kolkata Police : সেনকোকাণ্ডের জের, শহরের সোনার দোকানগুলিকে একডজন পরামর্শ পুলিশের
এই বাইক চুরির ঘটনা প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা বলেন, ‘বাইক চুরির ঘটনায় মোট দু’জনকে আটক করা হয়েছে। ধৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় কোনও বাইক পাচার চক্রের যোগ থাকতে পারে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *