East West Metro Kolkata : মহাকরণ মেট্রো স্টেশনে বসছে AFC-PC গেট, যাত্রীদের কী কী সুবিধা জানেন? – metro kolkata east west corridor mahakaran station installation afc pc gate


দ্রুততার সঙ্গে কাজ চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের। এই করিডোরে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে বেশিরভাগ স্টেশনের নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ। বিদ্যুৎ সংযোগ, সৌন্দর্যায়ন এবং অন্যান্য কাজগুলি পুরোদমে চলছে, যা প্রায় শেষের দিকে। এই বছরের শেষের দিকে এই লাইনটি চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এটি সম্পন্ন হয়ে গেলে, দেশে প্রথমবারের জন্য কোনও নদীর নীচ দিয়ে চলাচল করবে মেট্রো। এটি সমস্ত ভারতীয়র জন্য গর্বের বলেই মনে করা হচ্ছে।

এবার স্বয়ংক্রিয়ভাবে ভাড়া সংগ্রহ এবং যাত্রী নিয়ন্ত্রণের জন্য মহাকরণ মেট্রো স্টেশনের কনকোর্স স্তরে AFC-PC গেট বসানোর লক্ষ্য অর্জনের দিকে একটি অগ্রগতির খবর পাওয়া গেল। এই স্টেশনে, মেট্রো ব্যবহারকারীদের সুবিধার জন্য মোট আঠারোটি AFC-PC গেট ইনস্টল করা হবে। এর মধ্যে দশটি গেট হবে দ্বিমুখী যা স্টেশন স্টাফদের পিক আওয়ারে যাত্রী চলাচলের দিক নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে সাহায্য করবে।

Kolkata Metro : ভিড় এড়িয়ে ঠাকুর দেখতে বেছে নিন নয়া মেট্রো রুট, স্টেশন থেকে বেরোলেই পাবেন সেরা মণ্ডপগুলি
দশটি দ্বিমুখী গেটের মধ্যে, দু’টি হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে৷ তবে সাধারণ যাত্রীরাও এই দুটি গেট ব্যবহার করতে পারবেন। বাকি আটটি গেটের মধ্যে ৪টি যাত্রীদের প্রবেশ ও ৪টি বেরোনোর জন্য আলাদাভাবে রাখা হবে। এই AFC-PC গেটটি অফিস টাইমের ব্যস্ত মুহূর্তে মহাকরণের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে বিশেষ কার্যকরী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

Kolkata Metro News : জমিজটে থমকে বরানগর-ব্যারাকপুর করিডোরের মেট্রো প্রকল্প, প্রস্তাবিত স্টেশনগুলি জানেন?
এই আধুনিক গেটগুলি দিয়ে প্রতি মিনিটে ৪৫ জন যাত্রী পারাপার করতে পারবে। এই গেটে যাত্রীরা তাদের মেট্রো টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করতে পারবেন। এই গেটগুলিতে QR কোড স্ক্যানারও এমবেড করা আছে, যার ফলে QR কোড ভিত্তিক টোকেন থাকা যাত্রীরা এই গেটগুলির মাধ্যমে সহজেই স্টেশনে প্রবেশ ও সেখান থেকে বেরোতে পারবেন।

Kolkata Metro News : মেট্রোতে আসছে বিরাট পরিবর্তন, বদলে যাচ্ছে কোচ! কবে চালু?
প্রসঙ্গত, একের পর এক করিডোরে মেট্রো প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর পাশাপাশি চলছে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডোরের কাজও। এই রুটে পরিষেবা চালু হওয়ার সম্ভাব্য একটা দিনক্ষণও ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এই বিষয়ে সম্প্রতি মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানান, এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পৌঁছে যাবে মেট্রোর লাইন। তারপর আগামী বছরের জুন মাসের মধ্যে সেক্টর ফাইভের আইটি পার্ক পর্যন্ত এগিয়ে যেতে পারে মেট্রো প্রকল্পে। তারপর ওই বছরেরই ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সিটি সেন্টার টু পর্যন্ত এগিয়ে যাবে বলে আশা মেট্রোর জেনারেল ম্যানেজারের। আর ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে বিমানবন্দর পর্যন্ত এই করিডোরের কাজ এগিয়ে যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *