Extra Marital Affair: তিন তিনটে বিয়ে, আবারও ২ মহিলার সঙ্গে পরকীয়া! স্বামীকে হাতে নাতে ধরলেন তৃতীয় স্ত্রী – third wife caught husband red handed while having extra marital affair with two more woman


হৃদয় দানের ব্যাপারে দাতা কর্ণকেও হার মানান। তৃতীয় বিয়ের পরেও মেটেনি প্রেম পিপাসা। তাই স্ত্রীকে লুকিয়ে নয়া সম্পর্কে ফের গা ভাসানো। কিন্তু চতুর্থ বিয়ের ভাবনা মাথায় আসার আগেই হাতেনাতে ধরে ফেললেন তৃতীয় স্ত্রী। তারপর যা হল তা অবিশ্বাস্য।

প্রেমের পূর্বকথা

এমন ঘটনাই ঘটেছে নদিয়ার শান্তিপুরের কাঁসরিপাড়ায়। নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতাল এলাকার বাসিন্দা সুব্রত সরকারের একমাত্র কন্যা স্নিগ্ধার সঙ্গে শান্তিপুর কাঁসরিপাড়া নিবাসী কানাই দত্তের ছেলে বিট্টুর সঙ্গে ছিল ভালোবাসার সম্পর্ক। পরে স্নিগ্ধাকে বিয়ে প্রস্তাব দেয় বিবাহবিচ্ছিন্ন বিট্টু। তারপরই বছর খানেক আগে হয় তাদের বিয়ে। স্নিগ্ধা র অভিযোগ, নিজেকে ডিভোর্সি বললেও তার যে আগে একটা নয়, দুটো বিয়ে হয়েছিল সে কথা চেপে গিয়েছিলেন বিট্টু। বিয়ের পর সেই বিষয়টি জানতে পারেন স্নিগ্ধা।

TMCP Leader Beaten Up: ‘প্রাণে মারতেই ডেকে আনা হয়েছিল’, TMC নেতা বাবার বিরুদ্ধে বরকে মারধরের অভিযোগ তুললেন মেয়ে

কী ভাবে তৈরি সমস্যা

ওই বধূর অভিযোগ অনুযায়ী, সম্প্রতি চতুর্থবার পরকীয়ায় জড়িয়েথে বিট্টু। বিষয়টি বুঝতে পেরে স্বামীর উপর নজর রাখে স্নিগ্ধা। পুরোদমে চলছিল পরকীয়া। স্বামীর মোবাইল থেকে ওই মহিলার নম্বর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন স্নিগ্ধা। তাঁর কথায়, মেয়েটির সঙ্গে কথা বলে জানতে পারেন, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কও রয়েছে বিট্টুর। শুধু তাই নয়, আরও এক মহিলার সঙ্গেও বিট্টুর সম্পর্ক নজরে আসে। স্বামীর এই সব কীর্তির কথা শুনে একে একে অতীত এবং বর্তমানের শারীরিক সম্পর্ক হওয়া ওই দুই মহিলার সমস্ত নথি সে তার নিজের মোবাইলে সংগ্রহ করে এবং পুলিশে রিপোর্টের সিদ্ধান্ত নেন।

Domjur Wife Murder Case: নাচ নয়, স্ত্রীকে খুনের আসল কারণ ফাঁস! মুখ খুলল অভিযুক্ত স্বামী

পুলিশে রিপোর্ট

পরকীয়ার সমস্ত নথি নিয়ে শান্তিপুর থানায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন ওই গৃহবধূ। ইতিমধ্যে বিষয়টি জানতে পেরে যান বধূর স্বামী বিট্টুও। অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য মাঝরাস্তায় দঁড়িয়ে স্ত্রীর হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। শান্তিপুর গোভাগার মোড়ে স্নিগ্ধাকে টোটো থেকে নামিয়ে মোবাইল কেড়ে নিতে উদ্যত হয় স্বামী বিট্টু দত্ত। এরপর প্রকাশ্য রাস্তায় দুজনের মধ্যে চলে চলে ধস্তাধস্তি। এলাকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সাহায্য ও তৎপরতায় ওই গৃহবধূ শেষমেষ থানায় পৌঁছায় এবং লিখিত অভিযোগ জমা দেন। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় শান্তিপুর থানার পুলিশ বিট্টু দত্তকে আটক করে।

Extra Marital Affair: ‘বন্ধুর মায়ের সঙ্গে পরকীয়ার অভিযোগ!’ যুবকের আচমকা মৃত্যুতে পরিবার চড়াও মহিলার বাড়িতে

শ্বশুরবাড়ির পালটা অভিযোগ

ছেলে বিট্টু দত্তের বিরুদ্ধে কোনও অভিযোগ মানতে নারাজ। যদিও একাধিক বিয়ের কথা বাড়ির লোকও স্বীকার করেছেন। তবে বিট্টুর বাবা মাও বিস্ফোরক অভিযোগ তুলেছে স্নিগ্ধার বিরুদ্ধে। তাদের দাবি, কোনও গৃহবধূ সুলভ আচরণ তাদের বৌমার নেই। এছাড়া স্নিগ্ধার বিরুদ্ধে বিট্টুর বাবা-মাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শ্বশুর বাড়ির দাবি, ওই গৃহবধূ তার শ্বশুর-শাশুড়িকে মারধর করেছে এবং সে ব্যাপারে জামিনে ছাড়া পেয়েছে। তার কিছুটা মানসিক সমস্যাও রয়েছে বলে অভিযোগ। পুলিশ প্রশাসন এবং আইন তার ছেলেকে যেমন শাস্তি দেবে তেমনি বউমারও শাস্তির দাবি করেছেন বিট্টুর বাবা মা।

Black Magic : স্বামীকে বশে আনতে কালাজাদু! গৃহবধূকে হাতেনাতে ধরলেন গোয়েন্দা

স্নিগ্ধার কথায়

সমস্ত অভিযোগ অস্বীকার করে স্নিগ্ধা দত্ত সরকার বলেন, ‘মানসিক সমস্যার প্রমাণ দেখাক, একের পর এক মহিলাদের নিয়ে এভাবে সম্মানহানি করার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এগারো মাসের সন্তান রয়েছে শ্বশুর বাড়িতে, আমিও নিজের অধিকারই থাকব সেখানেই। তবে আমাকে যাতে কিছু না করতে পারে তাই পুলিশ প্রশাসনের সহযোগিতা দরকার।’

Domestic Violence Cases:বাপের বাড়ি থেকে ২৫ লাখ টাকা আনতে চাপ, স্ত্রীকে খুনের অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে
তবে এলাকা সূত্রে জানা গিয়েছে, বিট্টুর সম্পর্কে এলাকাবাসীর অন্য কোন অভিযোগ না থাকলেও একাধিক প্রণয় গঠিত সম্পর্কের কথা তারাও জানেন। একান্ত পারিবারিক বিষয় হলেও একজন মহিলাকে থানায় লিখিত অভিযোগ করতে বাধা প্রদান, প্রমাণ লোপাট করার চেষ্টা অবশ্যই নিন্দনীয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *