Kolkata Bus Service : এবার QR Code স্ক্যান করেই ভাড়া মেটানো যাবে বাসের? উত্তর পরিবহণমন্ত্রীর – west bengal kolkata government and private bus service may bring qr code in future for ticketing


নিত্যযাত্রীদের একটা বড় অংশের মানুষ যাতায়াতের প্রয়োজনে নিয়মতিভাবে সরকারি ও বেসরকারি বাস ব্যবহার করেন। আর তার জন্য ন্যায্য ভাড়াও দেন তাঁরা। কিন্তু অনেক সময়ই যাত্রীদের তরফে অভিযোগ ওঠে যে টিকিট কাটার জন্য ১০০ বা ২০০ টাকার নোট দিলে নিতে চান না কন্ডাক্টররা। কারণ হিসেবে কন্ডাক্টররা খুচরো তথা ভাঙানির অপ্রতুলতার করা বলেন। কন্টাক্টরদের দাবি, একজন বা দু’জনের টিকিট কাটার ক্ষেত্রে বড় নোটের ভাঙানি দিতে অসুবিধা হয়। আর এই সমস্যার কারণে অসুবিধার সম্মুখীন হন যাত্রীরা। এক্ষেত্রে দীর্ঘদিন ধরেই যাত্রীদের একাংশের তরফে দাবি উঠছে, QR Code দিয়ে বাস ভাড়াও নেওয়া হোক Google Pay বা Phone Pe-এর মতো অনলাইন অ্যাপের মাধ্যমে। এর প্রেক্ষিতেই এবার মুখ খুললেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

পরিবহণমন্ত্রী বললেন…
এইসময় ডিজিটালকে পরিবহণ মন্ত্রী জানান, বাসে কিছু ক্ষেত্রে এই ব্যবস্থা আছে, একেবারে নেই তা নয়। তিনি বলেন, ‘কিছু জায়গায় অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা… বিশেষত দূরপাল্লার বাসে অনলাইন সিস্টেম আছে, নেই তা নয়।’ আর এবার কন্ডাক্টরদের ক্ষেত্রেও এই ব্যবস্থা রাখার ভাবনাচিন্তা তাঁদের আছে বলে জানান মন্ত্রী। এক্ষেত্রে তিনি আর জানান, অদূর ভবিষ্যতে রাস্তায় আরও বাস নামানোর পরিকল্পনা রয়েছে সরকারের। আর সেইসব বাস রাস্তায় নেমে গেলেই এই ব্যবস্থা চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি।

Toto E Rickshaw : টোটো-ই রিকশ চলবে না! বাসরুটের হাল ফেরাতে কঠোর পদক্ষেপের পথে পরিবহণ দফতর
যা বলছে বাস সংগঠন
এতো গেল সরকারি বাসের কথা। কিন্তু রাস্তায় যে সমস্ত বাস চলাচল করে, তার একটা বড় অংশ বেসরকারি। আর সেখানেও রয়েছে খুচরো ও ভাঙানি সংক্রান্ত অভিযোগ। সেক্ষেত্রে সেখানে QR Code চালু করার ক্ষেত্রে কী ভাবছেন বেসরকারি বাসের মালিকরা? যদিও জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় অবশ্য খুচরোর সমস্যা মানতে নারাজ। তিনি বলেন, ‘বর্তমানে কলকাতা-সহ গোটা রাজ্যে কয়েনের কোনও সমস্যা নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, কয়েনের সমস্যা একদমই নেই।’ তাঁর মতে, ‘এটাকে করতে গেলে রাজ্য সরকারকে প্রথমে এগিয়ে আসতে হবে।’

Bike Taxi Kolkata : পেশা পরিবর্তন করলে সহজেই প্রাইভেটে রূপান্তর বাইক ট্যাক্সির, বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর
এক্ষেত্রে পরিবহণমন্ত্রী আগামীদিনে QR Code চালু করার আশ্বাস দিয়েছেন শুনে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্য সরকার যদি কোনও বিষয় ঘোষণা করে, তাহলে সেটাকে চালিয়েও নিয়ে যেতে হবে। কিন্তু যদি চালক-কন্ডাক্টররা এটাকে ব্যবহার করতে না চান, ইউনিয়ন যদি এটাকে গ্রহন না করে, তাহলে কে দায় নেবে? আমরা চাই পরিবহণ আপডেট হোক। আমরা চাই মানুষের কাছে পরিষেবা ঠিক মতো পৌঁছক, বিজ্ঞান ভিত্তিকভাবে পরিষেবা চলুক, বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা পরিবহণ চালাতে পারি, এটাই চাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *