মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মন্তব্যে রাজ্যপালের আক্রমণের জবাবে তৃণমূল বিধায়ক বলেন, ‘উনি বলেছেন ধরনা বাইরে কেন, ভিতরে দিলেই হবে! উনি আজ দাবি করেছেন বাংলার ১০ কোটি মানুষ নাকি ওর সঙ্গে আছে। ওঁকে একটা পরামর্শ দেব। উনি বরং এক কাজ করুন রাজভবনের ভিতরে একটা দড়ি টাঙিয়ে বলুক। যারা ওঁর দিকে ওঁর কাছে যাক। বাকিরা গেটের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। সেখানে যদিও দিদির উপস্থিত থাকারও দরকার নেই। আমরা থাকব, তাহলেই হবে। ‘
এই প্রথম নয়, এর আগে পঞ্চায়েত ভোট পর্বে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ‘কালো শয়তান’ বলে আক্রমণ করেছিলেন মদন মিত্র। সেই মন্তব্যের সমালোচনার সাফাইয়ে তিনি বলেন, ‘ আমি তো রাজ্যপালকে অরাজ্যপাল বলিনি? তিনি শয়তান কথাটা ব্যবহার করেছিলেন। আমি সেই জায়গায় শুধু কালা শয়তানের কথা বলেছিলাম।’
পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিজেপির আক্রমণেরও জবাব দেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘লোকতন্ত্রের নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পশ্চিমবঙ্গ দিবস পাশ হয়েছে। যা বলব তারই বিরোধিতা করবে। বিরোধিতার জন্য বিরোধিতা করছে। ডেকে জিজ্ঞেস করলে বলবে পার্টি থেকে বলে দিয়েছে মমতা যা বলবে তাই বিরোধিতা করবে। আমরা পয়লা বৈশাখ না বলে ২৫ ডিসেম্বর বললেও বিরোধিতা করত, ২ অক্টোবর বললেও বিরোধিতা করবে।’
রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বেনজির আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, সিভি আনন্দ বোস ‘পশ্চিমবঙ্গ দিবস’ দিবসের প্রস্তাব বিধানসভায় পাশ হয়ে যাওয়াপ পর সই না করলেও কিছু এসে যায় না।