ONGC Ashoknagar: মিলেছিল খনিজ তেলের সন্ধান, অশোকনগরের ONGC প্ল্যান্টের বর্তমান অবস্থা কী? – mineral oil found in ashoknagar where is the ongc project stand now here is the full info


খনিজ তেলও গ্যাস মানচিত্রে অশোকনগর বিশেষ জায়গা করে নিয়েছে রাজ্যের পাশাপাশি দেশের মধ্যে। ONGC তরফ থেকে ২০১৮ সালে অশোকনগরের বাইগাছি এলাকায় প্রথম সন্ধান মিলে তেলকেন্দ্রের। সেখানেই প্রথম আনুষ্ঠানিকভাবে তেল উত্তোলন করা হয় তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী উপস্থিতিতে। এরপর দীর্ঘদিন ধরে ওই এলাকায় চলে তেল উত্তোলন ও কূপ খননের কাজ। একে একে প্রায় ছয় থেকে সাতটি কূপ খনন করে তেল উত্তোলন করে সেই তেল পরীক্ষাগারে পাঠানো হয় পরীক্ষার জন্য। যা অতি উন্নত মানের খনিজ তেল বলেই ওএনজিসি তরফ থেকে জানানো হয়।

Kolkata Municipal Corporation : এত্তা জঞ্জাল মুক্ত হবে কবে? আধুনিক প্রযুক্তি আনছে KMC
এরপর অশোকনগরের আরও অন্যান্য জায়গায় ওএনজিসি তরফ থেকে খনিজ তেলের সন্ধান চালাতে পরবর্তীকালে দৌলতপুর , ভুরকুন্ঠা সহ আরও অন্যান্য জায়গায় তেল থাকার সংকেত মেলে ওএনজিসির পরীক্ষা-নিরীক্ষায়। পরবর্তীতে দৌলতপুরেও দ্বিতীয় কেন্দ্র গড়ে তোলে ওএনজিসি। তবে ইতিমধ্যে প্রথম কেন্দ্র বাইগাছির কাজ বন্ধ রয়েছে বলেই জানা গিয়েছে। তবে বাইগাছি ওএনজিসির কেন্দ্রের হাল অনেকটাই বদলেছে আগের তুলনায়। কোটি টাকা ব্যয় সূচক পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে গোটা এলাকা।

North 24 Parganas News : অশোকনগরে মদ খাইয়ে ফাঁকা বাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪
তবে হাবড়া-নৈহাটি রোড থেকে ONGC কেন্দ্রে পৌঁছানোর রাস্তার অবস্থা বেহাল। রীতিমত জলকাদা জমে চলার অযোগ্য হয়ে উঠেছে। এই রাস্তাটি দিয়ে স্থানীয় মানুষজন তাই আর এখন ওএনজিসি প্ল্যান্ট দেখতে যেতে পারছেন না । তবে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে জানা যায় এখন বর্তমানে ভুরকুন্ডা প্ল্যান্টে কাজ চলার কারণে ওএনজিসির কর্মীরা সেখানেই ব্যস্ত রয়েছেন। এখন সেখানেই পরীক্ষা-নিরীক্ষা করে তেলের সন্ধান চালাচ্ছে ওএনজিসি। ডিসেম্বরের পর থেকে আবারও বাইগাছি কেন্দ্রে কাজ শুরু হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে বেহাল রাস্তা চিন্তার ভাঁজ ফেলছে কর্তৃপক্ষের কপালে। মেশিন ও বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়ে থাকলেও এদিন বাইগাছি কেন্দ্রে দেখা মিলল না কোন ওএনজিসির কর্মীদের। দৌলতপুরেও তেমন ভাবে কাজ চোখে পড়ছে না বলেই জানান স্থানীয় বাসিন্দারা।

Bishnupur Tourist Spot : বিষ্ণুপুর পুরসভার দেড়শো বছর পূর্তি! শহরকে সাজাতে অভিনব উদ্যোগ, সুবিধা পাবেন পর্যটকরাও
তবে অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা এলাকায় অনুসন্ধান চালাচ্ছে ওএনজিসি ফলে আবারও সেই জায়গায় মিলতে পারে তেলখনির সন্ধান বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসীরা। ফলে অশোকনগরের বিস্তীর্ণ এলাকায় খনিজ তেল ও গ্যাসের সন্ধান মিললেও এখন কবে বাণিজ্যিকভাবে সেই তেল উত্তোলন করা হবে সেই দিকে তাকিয়ে স্থানীয়রা। তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ও স্থানীয় বিধায়কের প্রতিশ্রুতি মত, কবে খুলবে প্ল্যান্ট, অশোকনগরের মানুষের কর্মসংস্থানের জন্য সেদিকেই তাকিয়ে বিস্তীর্ণ এলাকার বহু মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *