West Bengal MLA Salary: এক লাফে বাড়ল ৪০ হাজার, লাখ ছাড়িয়ে এখন বাংলার বিধায়কদের বেতন জানেন? – huge salary hike for west bengal mla and ministers here is the full details of remuneration after mamata banerjee announcement


বৃহস্পতিবারের বিধানসভা অধিবেশনে বাংলার বিধায়কদের জন্য দারুণ সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় অনেকটা বেতন বাড়ল বাংলার প্রতিটি বিধায়কের। বৃহস্পতিবার বিধানসভায় বিধায়কদের ভাতা বৃদ্ধির ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, দেশের নিরিখে এরাজ্যের বিধায়কেরা সব থেকে কম টাকা মাইনে পান। বাকি রাজ্যের বিধায়কদের বেতন ও ভাতার সঙ্গে তুলনা করেই বাংলার MLA-দের নয়া বেতন নির্ধারিত হয়েছে।

বেতন বৃদ্ধির ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেন যে প্রত্যেক বিধায়ক, প্রতিমন্ত্রী ও মন্ত্রীদের ৪০ হাজার টাকা করে ভাতা বাড়ানোর ঘোষণা করেন। যদিও মুখ্যমন্ত্রী হিসেবে নিজের বেতন-ভাতা অপরিবর্তিত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর বেতন কাঠামো রইল অপরিবর্তিত।

MLA Salary In West Bengal: ৫০০ শতাংশ বেতনবৃদ্ধি, পুজোর আগে মালামাল বাংলার বিধায়করা

আগে কত ছিল ও এখন কত হল-

বিধানসভায় অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধির কথা ঘোষণা করার পর বর্তমানে মন্ত্রী বিধায়কদের বেতন কত হল এক নজরে দেখে নিন-
পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ভাতা সহ দাঁড়াল
আগে বেতন ছিল ১,১০,০০০
এখন বেতন হল ১,৫০,০০০ (প্রায়)

রাষ্ট্র মন্ত্রীদের মোট বেতন ভাতা সহ
আগে বেতন ছিল ১,০৯,৯০০
এখন বেতন হল ১,৪৯,৯০০ (প্রায়)

বিধায়কদের মোট বেতন ভাতা সহ
আগে বেতন ছিল- ৮১, ০০০
এখন বেতন হল- ১,২১,০০০ (প্রায়)

Mamata Banerjee Assembly : ইন্দ্রনীলের কণ্ঠে রাজ্য সংগীত, গলা মেলালেন মমতাও! বিরল মুহূর্ত বিধানসভায়
এদিন বেতন বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও স্পষ্ট বিধায়কদের বেতন কাঠামো পরিবর্তিত হলেও অপরিবর্তিত থাকবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন পরিকাঠামো। যদিও বেতন বা ভাতার এক পয়সাও নেন মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *