প্রবীর চক্রবর্তী: ‘লোকসভায় বিজেপির প্রায় ১৯ হাজার লিড ছিল এই আসনটায়’। উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর ধূপগুড়িবাসীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘এটা ইন্ডিয়া টিমের বড় জয়। এইভাবে মানুষ আস্তে আস্তে সিদ্ধান্ত নিক, আমি এটাই চাই। যেখানে যেখানে ইন্ডিয়া জিতবে, সবাইকে অভিনন্দন জানাব’।
বছর ঘুরতেই ফের ভোট! ঘাসফুল ফুটল এবার ধুপগুড়িতেও। কীভাবে? উপনির্বাচনে ৪৩৮৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে জেতা আসন হাতছাড়া হয়ে গেল বিজেপির।
এদিন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাঁরা যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন, ধুপগুড়ির মানুষকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। লোকসভায় বিজেপির প্রায় ১৯ হাজার লিড ছিল এই আসনটায়। এটা ওদের শক্তঘাঁটি এবং ওদের মন্ত্রীরা একমাস ধরে, বিভিন্ন মন্ত্রী, নেতারা পড়েছিলেন ওখানে। প্রত্যেকটা হোটেল বুক ছিল। একটা জায়গা ছিল না, যেখানে কেউ যেতে পারে’। তাঁর মতে, ‘এটা উত্তরবঙ্গে বড় জয়, সারা বাংলার জয়’।
স্রেফ ধুপগুড়ি নয়, একইদিন উপনির্বাচনের হয় দেশের আরও ৭ আসনে। মমতা বলেন, ‘সারা ভারতবর্ষের যে ভোট হয়েছে, সম্ভবত ৭ আসনে ভোট হয়েছে। ৪টে আসনে বিজেপি হেরেছে। উত্তরপ্রদেশের মতো জায়গাতে হেরেছে। জিতেছে যে ৩টে, তারমধ্যে দুটি ত্রিপুরা। কাউকেই লড়তেই দেয় না।
ত্রিপুরায় মাত্র ২ লোকসভা আসন। এটা ইন্ডিয়া টিমের বড় জয়। এইভাবে মানুষ আস্তে আস্তে সিদ্ধান্ত নিক, আমি এটাই চাই। যেখানে যেখানে ইন্ডিয়া জিতবে, সবাইকে অভিনন্দন জানাব’।