কান্না থামাতে শিশুর মুখে চোলাই মদ! তারপর…. Alocohol poured in mouth of child in hooghly


বিধান সরকার: বয়স মাত্র মোটে ৮ মাস। কান্না থামাতে শিশুর মুখে চোলাই মদ! গ্রেফতার বাবা ও দাদু। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাস্থল, হুগলির পাণ্ডুয়া।

আরও পড়ুন: ভাঙড়ে ভাঙ্গন, শতাধিক আইএসএফ কর্মী তুলে নিলেন তৃণমূলের পতাকা

পুলিস সূত্রে খবর, পাণ্ডুয়ার আঁইচগর গ্রামের বাসিন্দা বুলু বাগ। অভিযোগ, গতকাল রাতে মদ খাওয়াকে কেন্দ্র স্বামী সন্ন্য়াসী বাগ ও শ্বশুরের সঙ্গে বচসা বাধে তার। তারপর? রীতিমতো মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয় ওই গৃহবধূকে।

এদিকে তখন ঘরে ছিল ওই দম্পতির শিশুসন্তান। পরিস্থিতি দেখে কাঁদতে শুরু করে সে। সেই কান্না থামাতেই নাকি শিশুটির মুখে চোলাই মদ ঢেলে দেন বাবা ও দাদু! বুলুর চিৎকার শুনে শেষপর্যন্ত ছুটে আসেন প্রতিবেশীরা। থানায় খবর দেন তাঁরা। শিশুটিকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। গ্রেফতার করা অভিযুক্তদের।

এর আগে, কলকাতায় খুন হয় ৭ বছরের এক শিশু। কীভাবে? ময়লা ফেলার জন্য ফ্ল্য়াটে বাইরে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে। এরপর এক প্রতিবেশীর ফ্ল্যাটের রান্নাঘরে সিলিন্ডারের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির দেহ উদ্ধার হয়। গ্রেফতার করা হয় ফ্ল্যাটের মালিক অলোক কুমার সাউ-কে।’বিকৃত যৌন লালসা থেকেই অপহরণ করে খুন করা হয় শিশুকে’। পুলিস সূত্রে তেমনই খবর।

আরও পড়ুন: Adhir Chowdhury: কর্মসূচিতে বাধা, স্লোগান তুলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি অধীরের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *