ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফলাফল আজ, গণনা ঘিরে কড়া নিরাপত্তা


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। পাশাপাশি ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা, তারপর ইভএম। ২টি রুমে ১৪টি করে টেবিলে ভোটগণনা।  

বিজেপি বিধায়কের মৃত্যুতে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, হয় উপনির্বাচন। ৩ দিনের মাথায় আজ ফল ঘোষণা।  ধূপগুড়ি কেন্দ্রে মোট ভোটার ২,৬৯,৪১৬ জন। দিনভর বিভিন্ন বুথের সামনে লাইন ছিল ভোটারদের। উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব নির্বিঘ্নেই মেটে। জলপাইগুড়ির জেলাশাসক, রিটার্নিং অফিসার মৌমিতা গোদারা বসু জানান, ‘ধূপগুড়ি উপনির্বাচনে ভোট পড়েছে ৭৮ শতাংশ’। প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের মিতালি রায়। কিন্তু, ২০২১ বিধানসভা নির্বাচনে মিতালিকে হারিয়ে জেতেন বিজেপির বিষ্ণুপ্রসাদ রায়। তাঁর মৃত্যুতেই ফের নির্বাচন জরুরি হয়ে পড়ে ধূপগুড়ি কেন্দ্রে। 

উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন ড. নির্মলচন্দ্র রায়। ওদিকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাপসী রায়। সিপিআইএম-এর হয়ে ভোটে প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। ভোট দিয়ে বেরিয়ে নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত বলে জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ড. নির্মলচন্দ্র রায়।

আরও পড়ুন, Bangla Divas: ‘রাজ্যপাল সই না করলেও কিছু যায় আসে না’, ১ বৈশাখ-ই বাংলা দিবস, পাস বিধানসভায়!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *