Bikash Bhawan : কার হুমকিতে ইস্তফা? ভিসিদের থেকে জানতে চায় শিক্ষা দফতর – bikash bhawan asked to know under whose threat the vice chancellors resigned



এই সময়: আচার্য-রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের সংঘাত বৃহস্পতিবার নতুন মোড় নিল। এ দিন সকালে এক ভিডিয়ো বার্তায় বোস জানান, তাঁর নিযুক্ত পাঁচ উপাচার্য পদত্যাগ করেছেন। যদিও তিনি কাউকে পদত্যাগ করতে বলেননি। তারপর নিজেই প্রশ্ন তোলেন, ‘কেন? আমাকে তাঁরা জানিয়েছেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। একজন সিনিয়র আইএএস অফিসার চাপ দিয়ে ও ভয় দেখিয়ে ইস্তফা দিতে বলেছেন। এমনকী ভয় দেখিয়ে তাঁদের উপর চাপ সৃষ্টিতে উৎসাহ দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তরও।’ ঘটনার বিবরণ দিলেও ওই উপাচার্যদের নাম বলেননি রাজ্যপাল।

CV Ananda Bose : সংঘাত-বৃত্তে শিক্ষামহলও, ভিডিয়ো-বার্তায় প্রাক্তন ভিসিদের নিশানা বোসের
দুপুর গড়িয়ে বিকেল হতেই ওই পাঁচ পদত্যাগী অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি পাঠিয়েছে বিকাশ ভবন। এঁদের মধ্যে আছেন যাদবপুরের অমিতাভ দত্ত, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দন বসু, উত্তরবঙ্গের সঞ্চারী রায় মুখোপাধ্যায়, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) দুই প্রাক্তন উপাচার্য ইন্দ্রনীল মুখোপাধ্যায় ও গৌতম মজুমদার। দপ্তরের বিশ্ববিদ্যালয় শাখার স্পেশ্যাল কমিশনার তাঁদের পাল্টা চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছেন, ১১ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপাচার্যদের এ ব্যাপারে ই-মেলে জবাব দিতে হবে। বিকাশ ভবন জানিয়েছে, যদি উপাচার্যরা এই দাবির পক্ষে নথি দিতে না পারেন, তা হলে ধরে নেওয়া হবে, আচার্যের দাবি অসত্য। তিনি রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরকে বদনাম করতেই এমন অভিযোগ এনেছেন।

CV Ananda Bose : ‘শেষ অবধি লড়ব…’, মমতাকে বোসের পালটা! বাংলায় ভাষাতেই বিস্ফোরক বিবৃতি রাজ্যপালের
শিক্ষা দপ্তর জানতে চেয়েছেন, কারা পদত্যাগ করতে বাধ্য করেছেন তাঁদের? হুমকিই বা দিয়েছিল কে? বিকাশ ভবন চিঠিতে স্পষ্ট জানিয়েছে, তারা শিক্ষকদের অভিযোগে উদ্বিগ্ন। তাঁদের যে অভিজ্ঞতা হয়েছে, তা নিয়ে চিন্তিতও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাজ্যপালের ভিডিয়ো বার্তার বিশেষ অংশ (৩ মিনিট ২৪ সেকেন্ড-৩ মিনিট ৫১ সেকেন্ড) উল্লেখ করে বলা হয়েছে, ‘রাজ্যপাল বলেছেন, আপনাদের পদত্যাগের জন্য শিক্ষা দপ্তর এবং আইএএস কর্তারা চাপ সৃষ্টি করেছিলেন।…রাজ্যপাল তথা আচার্য আরও দাবি করেছেন যে তাঁকে বিশ্বাস করেই গোপনে আপনারা জানিয়েছিলেন, হুমকির ভয়ে আপনারা পদত্যাগ করছেন।’ রাজ্যপালের এই দুই দাবির পক্ষে প্রমাণ দাখিল করতে বলা হয়েছে উপাচার্যদের।

Governor of West Bengal: ‘রাজা কৃষ্ণচন্দ্রের সভার বিদূষককে রাজ্যপাল করে পাঠিয়েছে…’, সিভি আনন্দ বোসকে কটাক্ষ ব্রাত্যর
বৃহস্পতিবার সকালেই রাজভবনের তরফে প্রকাশিত ওই বার্তায় রাজ্যপাল বলেন, ‘যে পাঁচ জন উপাচার্য পদত্যাগ করেছিলেন, তাঁরা নিজেরাই আমাকে বলেছেন, তাঁদের জীবনের হুমকি দেওয়া হয়েছিল।’ তাঁর সংযোজন, ‘আমি নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের নামে শপথ করে বলেছি, দুর্নীতিমুক্ত ক্যাম্পাস ও শিক্ষা ব্যবস্থার জন্য শেষ পর্যন্ত এই লড়াই লড়ে যাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *