BJP West Bengal : ‘২৫ কোটির জন্য ফাঁকা প্যাডে সই…’, কেষ্টকে নিয়ে ফের বিস্ফোরক অনুপম – bjp leader anupam hazra attacks labhpur tmc mla for anubrata mondal case


Anubrata Mondal-কে তিহার যাত্রা কেন করতে হল? রাঘব বোয়াল পেছনে কি অনেক চুনোপুঁটি রয়েছে? তেমনই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বীরভূমের লাভপুরের তৃণমূল বিধায়কের নামে গুরুতর অভিযোগ BJP নেতার। যদিও, তাঁর অভিযোগের পালটা কোনও মন্তব্য পাওয়া যায়নি তৃণমূল বিধায়কের থেকে।

কী অভিযোগ BJP নেতার?

অনুপম জানান, কেষ্ট মোড়ল আমায় সংসদ তহবিলের ২৫ কোটি টাকার জন্য আমায় বলেছিলেন ফাঁকা প্যাডে সই করে দিতে। কাজ তাঁরা বুঝে নেবেন। আমি করিনি, তাই আমাকে সাইড করে দেওয়া হয়েছে। এলাকার চালকল মালিক, টোল ট্যাক্স মালিক ও অবৈধ ব্যবসায়ীরা যারা কেষ্ট লবি থেকে রানা সিংয়ের লবিতে এসে ফুলে ফেঁপে উঠেছেন। তাঁরা নভেম্বর অবধি অপেক্ষা করুন আপনাদের লিস্ট যাচ্ছে।

BJP West Bengal News : Facebook-এ অনুপমের ছবি, BJP কর্মীকে ‘খতম’-এর হুমকি! যত কাণ্ড বীরভূমে
অনুব্রত নিয়ে কী অভিযোগ?

অনুপম জানান, কেষ্ট মোড়ল হচ্ছেন নীলকন্ঠ। গোরু পাচারের টাকা কেষ্ট মণ্ডল একা করেননি। সঙ্গে ছিলেন লাভপুরের বিধায়ক ও সিপিএম থেকে আসা মান্নান হোসেনও ছিলেন। এককথায় চুরি করলেন সবাই আর জেলে গেলেন উনি একা।

Anupam Hazra: ‘দুষ্টু গোরুর চেয়ে শূন্য গোয়াল ভালো…’, দলীয় নেতাদের ঠিক কী বার্তা বীরভূমের বিজেপি নেতার
তৃণমূল বিধায়কের নামে অভিযোগ

এবার নাম না করে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ওরফে রানা সহ তৃণমূলকে কার্যত তুলোধোনা করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বৃহস্পতিবার লাভপুর বিধানসভার অন্তর্গত কিন্নাহার এর জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, ‘এখানকার বিধায়কের কারণে আজকে তৃণমূলের জেলা সভাপতি তিহারে। কারণ বকলমে বীরভূম জেলার তৃণমূলটা চালায় এখানকার বিধায়ক। আমি নাম নিয়ে তাঁকে বড় করছি না। সবকিছুর কারিগর হচ্ছে এখানকার বিধায়ক।

Anupam Hazra News : ‘…মানুষ ভাবে মোদীজির সায় রয়েছে’, উপাচার্যকে নিয়ে বিস্ফোরক ‘প্রাক্তনী’ অনুপম
আর কী বললেন অনুপম

অনুপম জানান, ২০১৪ সালে সাংসদ হবার পরে উনি এমন ভাবে কারসাজি করলেন যাতে আমি মানুষের সামনে আসতে না পারি। কারন ওনার খুব টেনশন হয়ে গিয়েছিল যে আমি যদি মাঠে নামি তাহলে কেষ্ট বাবুর কাছ থেকে উনি অনেক দূরে সরে যেতে পারেন। তাঁর কথায়, সাংসদ তহবিলের যে ২৫ কোটি টাকাটা আছে, এমন একটা লোক দরকার এমন একটা ছেলে দরকার যে সাদা কাগজের সই করে দেবে যাতে ২৫ কোটি টাকাটা যেন নিজেদের পকেটে ভরতে পারে।

‘বিধানসভায় গেঞ্জি পরবেন না’ শুভেন্দুকে স্পিকার

সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা

অনুপমের ইঙ্গিত, গোরু পাচার তো শুধুমাত্র অনুব্রত মণ্ডল একা করেননি, গোরু পাচারের এখানকার বিধায়কও ছিলেন। আর যারা এখানকার সংগঠন পরিচালনা করেন সিপিএম থেকে আসা একজন নেতাও আছে এখানকার মান্নান হোসেন বলে। এদের ঠিকুজি কুষ্টি, এদের রান্নাঘরে কী রান্না হয়? এরা কী জামাকাপড় পড়ে সমস্ত তথ্যই আমার কাছে আছে একটু ধৈর্য ধরুন। সব লিস্ট যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *