একটি উপ নির্বাচনকে কেন্দ্র করে দেখা গেল মরণপণ লড়াই। প্রত্যেকটি রাউন্ডের শেষেই একজন প্রার্থী এগোচ্ছনে তো পরের রাউন্ডে পিছিয়ে যাচ্ছেন। চতুর্থ রাউন্ড পর্যন্ত ভালো লড়াই দিচ্ছিলেন বিজেপি প্রার্থী। তবে পঞ্চম রাউন্ড থেকে বাজিমাত শুরু করেন তৃণমূল প্রার্থী।
বিজেপি প্রার্থীর পরাজয়
বিজেপি প্রার্থী মিতালি রায় জানান, জনগণকে যাঁকে মনে করেছেন তাঁকে জিতিয়েছে। আমরা জনগণের রায় মাথা পেতে নিলাম। প্রথমে ভালো করলেও অষ্টম রাউন্ডের শেষে প্রায় চার হাজার ভোট পিছিয়ে যান BJP প্রার্থী। শেষ হাসি তৃণমূল প্রার্থীর মুখে।
বিজেপির আসন বাগে আনল তৃণমূল
২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে লিড দিতে শুরু করে। বিজেপির জয়ন্ত রায় জলপাইগুড়ি আসন থেকে মোট ১,৮৪,০০৪ ভোটে জিতে নেয়। ধূপগুড়ি বিধানসভাতেও এগিয়ে ছিল BJP। এরপর বিধানসভা নির্বাচনে বিজেপি জেতে ৪,৩৫৫ ভোটে। বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায় এই আসন থেকে জয়লাভ করেন। জুলাই মাসে বিধানসভা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর প্রয়াণ হয়।
গত নির্বাচনের ফল
দলের ভোটপ্রাপ্তির হার ছিল ৪৫.৬৫ শতাংশ। আর তৃণমূল পেয়েছিল ৪৩.৭৫ শতাংশ। সেই আসনে অনেকটাই পিছিয়ে ছিল সিপিএমl সিপিএম প্রার্থী পেয়েছিলেন মাত্র ৫.৭৩ শতাংশ ভোট। তব গত পঞ্চায়েত নির্বাচনে ফল অনেকটাই বদলে যায়। মাটি শক্ত করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়িতে জেলা পরিষদ স্তরে তৃণমূল পায় ৪৭.৬০ শতাংশ ভোট। বিজেপি পায় ৩৯.২০ শতাংশ আর বাম-কংগ্রেস জোটের দখলে যায় ১২.১০ শতাংশ ভোট।
তথ্য সহায়তার রনি চৌধুরী