Gastroenterologist Abhijit Chowdhury : রাষ্ট্রসংঘের বৈঠকে কলকাতার খ্যাতনামা চিকিৎসক! রাজ্যজুড়ে খুশির হাওয়া – abhijit chowdhury gastroenterologist got invitation from united nation to participate for a meeting


নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের বৈঠকে ডাক পেলেন নামজাদা চিকিৎসক অভিজিৎ চৌধুরী। রাষ্ট্রসংঘের সাধারণ সভার সহযোগী বৈঠকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেলেন বিশিষ্ট গ্যাসট্রোএন্ট্রোলজিস্ট তথা সোনারপুরের লিভার ফাউন্ডেশনের কর্ণধার। জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)- দক্ষিণ পূর্ব এশিয়া শাখার পক্ষ থেকে রাষ্ট্রসংঘের এই বৈঠকে উপস্থিত থাকবেন এই বিশিষ্ট চিকিৎসক। আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভার সহযোগী বৈঠকে উপস্থিত থাকবেন তিনি।

India Name Change Row : পরিবর্তনের আবেদন ভেবে দেখা হবে, দেশের নাম বিতর্কে মুখ খুলল রাষ্ট্রসংঘ
কলকাতার বাসিন্দা হলেও অভিজিতের বেড়ে ওঠার বীরভূম জেলাতেই। করোনা মহামারির সময় যখন দিশেহারা পরিস্থিতির মধ্যে পড়েছিল সাধারণ মানুষ, তখন এই বিশিষ্ট চিকিৎসকের ভূমিকা নজরে এসেছিল। করোনার সময় রাজ্য সরকারের তৈরি করা বিশেষ পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন এই বিশিষ্ট চিকিৎসক।

Oncologist : চিকিৎসা জগতে নক্ষত্রপতন, প্রয়াত বিখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ ড: স্থবির দাশগুপ্ত
করোনা যোদ্ধা হিসেবে অভিজিৎ চৌধুরীর ভূমিকা নজর কেড়েছিল সাধারণ মানুষের। এমনকী করোনা মোকাবিলায় স্বেচ্ছাসেবী দলও গড়ে তুলেছিলেন তিনি। বীরভূমের সিউড়ির নগরী গ্রামের বাসিন্দা অভিজিৎ চৌধুরী এসএসকেএম হাসপাতালের গ্যাসট্রোএন্ট্রোলজিস্ট বিভাগের প্রধানও। শহরে লিভার প্রতিস্থাপনের ক্ষেত্রেও বিশেষ অবদান রয়েছে এই বিশেষ চিকিৎসকের। লিভার প্রতিস্থাপনেও নজির গড়ছেন তিনি। সাধারণ মানুষকে সুবিধা দিতে তৈরি করেছেন লিভার ফাউন্ডেশন।

Medical College : পরিষেবা বাড়াতে বাংলায় নয়া ৪ মেডিক্যাল কলেজ, শীঘ্রই আবেদন কেন্দ্রের কাছে
শুধু চিকিৎসা ব্যবস্থা মধ্যেই সীমাবন্ধ নয় তাঁর কাজ। পড়াশুনোর প্রতি স্কুল ছুট পড়ুয়াদের আগ্রহ বাড়াতেও বিশেষ উদ্যোগ নিয়েছেন। গ্রামীন চিকিৎসা পরিষেবার উন্নতির লক্ষ্যে এবং সুযোগ সুবিধা বাড়াতে স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য তিনি লড়াই করে যাচ্ছেন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গুরুত্বপূর্ণ বৈঠকে মহামারি ও বিশেষ কিছু রোগ দূরীকরণ ব্যবস্থাপনা নিয়ে যে তাঁর বক্তব্য যে প্রাধান্য পাবে তা বলাই বাহুল্য।

বাঙালি চিকিৎসকের আন্তর্জাতিক মঞ্চে স্থান পাওয়া নিঃসন্দেহে গর্বের বলে মনে করছে চিকিৎসক মহল। এতে আন্তর্জাতিক স্তরে রাজ্য ও তাঁর চিকিৎসা ব্যবস্থার ছবি প্রতিফলিত হবে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে এমন একজন চিকিৎসক, যিনি সামর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, তাঁর এই বৈঠকে ডাক পাওয়া গুরুত্বপূ্র্ণ বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *