Hooghly News: শিশুর কান্না থামাতে চোলাই মদ খাইয়ে দেওয়ার অভিযোগ, পান্ডুয়ায় গ্রেফতার বাবা ও দাদু! – father and father in law allegedly feed illegal liquor to 8 month old toddler at hooghly


মাত্র আট মাসের খুদে। দীর্ঘক্ষণ কাঁদছিল একটানা। কান্নায় বিরক্ত হয়ে তাঁকে চুপ করাতে একরত্তির গলায় চোলাই মদ ঢেলে দিল বাবা। মদত দেওয়ার অভিযোগ দাদুর বিরুদ্ধেও। এমনই ভয়ঙ্কর, নির্মম ঘটনা ঘটেছে হুগলির পাণ্ডুয়ায়।

৮ মাসের শিশুকে চোলাই মদ খাইয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগে পান্ডুয়ার আঁইচগড় থেকে গ্রেফতার শিশুর বাবা ও ঠাকুরদা। ধৃতদের শুক্রবার বেলায় চুঁচুড়া আদালতে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। অভিযোগ শুনে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Extra Marital Affair: তিন তিনটে বিয়ে, আবারও ২ মহিলার সঙ্গে পরকীয়া! স্বামীকে হাতে নাতে ধরলেন তৃতীয় স্ত্রী
স্থানীয় সূ্ত্রে খবর, মদ খেয়ে স্বামী-শ্বশুর মাতলামো করায় প্রতিবাদ করেছিলেন স্ত্রী। সেই অপরাধে তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন মদ্যপ বাপ ও ছেলে। মাকে বাড়ি থেকে বের করে দিলেও ঘরেই ছিল আট মাসের খুদে। মাকে কাছে না পেয়ে খিদের জ্বালায় কান্না জোড়ে একরত্তি শিশু। বাচ্চার এক টানা কান্নায় বিরক্ত হয়ে চুপ করাতেই নাকি নিজেদের বোতলের চোলাই বাপ, ঠাকুর্দা ঢেলে দেয় শিশুর মুখে বলে অভিযোগ।

Extra Marital Affair: ‘বন্ধুর মায়ের সঙ্গে পরকীয়ার অভিযোগ!’ যুবকের আচমকা মৃত্যুতে পরিবার চড়াও মহিলার বাড়িতে
পুলিশ সূত্রে জানা যায়, পান্ডুয়ার আঁইচগর গ্রামের বাসিন্দা বুলু বাগ নামে এক গৃহবধূ গতকাল পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার স্বামী সন্ন্যাসী বাগ এবং শ্বশুর বালক বাগের বিরুদ্ধে। মহিলার অভিযোগ, গত বুধবার রাতে মদ খাওয়াকে কেন্দ্র করে বুলু বাগ এবং সন্ন্যাসী বাগে সঙ্গে তার অশান্তি বাধে।তার জেরে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় সন্ন্যাসী। ঘরে ছিল তাদের ৮ মাসের শিশু পুত্র।পরিস্থিতি দেখে শিশুটি কান্নাকাটি শুরু করে। তাকে চুপ করাতে কাপে ঢেলে চোলাই মদ খাইয়ে দেয় সন্ন্যাসী। নাতির সঙ্গে এমন আচরন করতে ছেলে সন্ন্যাসীকে মদত দেয় তার বাবা বালক বাগ। মদ পেটে যেতেই অসুস্থ হয়ে পড়ে ওই খুদে। একেবারে নিস্তেজ হয়ে পড়ে।

Liquor Store: সুরাপ্রেমীদের সতর্ক করতেই অভিনব বার্তা আবগারি দফতরের
বাইরে থেকে শ্বশুর ও স্বামীর কাণ্ড দেখে চিৎকার করতে থাকেন অসহায় মা। মহিলার চিৎকারে প্রতিবেশিরা চলে আসেন সেখানে। পরিস্থিতি দেখে তারাই খবর দেয় পুলিশে। পান্ডুয়া থানার পুলিশ অভিযোগ পেয়েই সেখানে যায়। ওই শিশুকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *