Howrah News Today : নায়িকা হওয়ার স্বপ্নে বুঁদ! মুম্বাইগামী তিন নাবালিকাকে উদ্ধার রেল পুলিশের – three minor girls escaping to mumbai rescued by rpf from shalimar station


Howrah News Today : চোখে নায়িকা হওয়ার রঙিন স্বপ্ন। বাস্তবকে ভুলে গিয়ে শখের তাড়নায় বেরিয়ে পড়েছিল তিন কিশোরী। পাড়ি দিতে চেয়েছিল সুদূর মুম্বাই। দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা। অবশেষে রেল পুলিশের সহায়তায় উদ্ধার হল তিন কিশোরী। কিশোরীদের উদ্ধার করল শালিমার জিআরপি ও আরপিএফ আধিকারিকরা।

Relationship Fraud: মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিয়ের প্রস্তাবে জবাব এড়াতেই দুঃসাহসিক পদক্ষেপ তরুণীর
কী ঘটেছিল?

বলিউডে নায়িকা হওয়ার শখ। চুপিসাড়ে বাড়ি ছেড়ে মুম্বাইয়ের পথে পাড়ি দিয়েছিল তিন কিশোরী। তিন বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিল একা একাই। বিপদের আশঙ্কায় পরিবারের লোকজন যোগাযোগ করে পুলিশের সঙ্গে। শালিমার থেকে বাণিজ্য নগরীর ট্রেন ধরার আগেই শালিমার GRP- ও RPF হাতে ধরা পড়ল ওই তিন বন্ধু।

Durga Puja 2023: দুর্গাপুজোতেও এবার ‘ওহ লাভলি’, লিলুয়ার থিম স্বয়ং ‘মদন মিত্র’
রেল পুলিশ কী জানাচ্ছে?

জিআরপি ও আরপিএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কিশোরীরা প্রত্যেকেই নাবালিকা। মুর্শিদাবাদের নওযদা থানা এলাকার বাসিন্দা। স্কুলের সহপাঠী হওয়ার সুবাদে তিন বন্ধুর মধ্যে নিবিড় সম্পর্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিয়ো দেখার পর নায়িকা হওয়ার ভূত চাপে তাদের মাথায়। তাও আবার এক্কেবারে বলিউডে। হুজুগ উঠতেই তল্পিতল্প গুটিয়ে মুর্শিদাবাদ থেকে হাওড়া চলে আসে তারা।

Howrah News : বান্ধবীর নাম করে ডেকে অপহরণ, পাওনা টাকা আদায়ে যুবকের কাণ্ডে হতবাক পুলিশ
এরপর কী ঘটল?

বৃহস্পতিবার শালিমার স্টেশন থেকে মুম্বাইগামী একটি ট্রেন কুরলা এক্সপ্রেস চাপে। এদিকে, ততক্ষণে মুর্শিদাবাদ থেকে শালিমার জিআরপির ও আরপিএফ এর কাছে তিন কিশোরীর নিখোঁজ হওয়ার খবর চলে আসে। সেই মোতাবেক স্টেশন চত্বরে তল্লাশি শুরু হয়। দীর্ঘক্ষণ সিসিটিভি ক্যামেরা নজর রাখা হয়। আরপিএফ মহিলা কর্মী ও জিআরপি আধিকারিকরা শালিমার স্টেশন চত্বর বিভিন্ন এলাকা ঘুরে তল্লাশি শুরু করেন এরপর তিন বন্ধুকে উদ্ধার করে নিয়ে আসা হয় শালিমার জিআরপি থানায়। খবর দেওয়া হয় মুর্শিদাবাদ শক্তিপুর থানা পরে তাদের তুলে দেওয়া হয় শক্তিপুর থানার হাতে।

বয়স ১০০ পার! দ্বিগুণ পেনশন পেতে চলেছেন কনকলতা

নিশ্চিন্ত পরিবার

পুলিশের তরফে জানানো হয়েছে, তিন কিশোরীকে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে বাড়ি ছাড়ার আর কোনও কারণ রয়েছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলবেন পুলিশের আধিকারিকরা। ওই কিশোরীরা পড়াশোনা চালিয়ে যেতে পারে সে ব্যাপারে পরিবারের কাছে আর্জি জানানো হয়েছে। তবে বাড়ি থেকে তিন বান্ধবী মিলে বেরিয়ে পড়ায় আশঙ্কিত হয়ে পড়েছিলেন তাদের পরিবারের সদস্যরা। অবশেষে তিনজনকে ফিরে পেয়েই স্বস্তিতে পরিবারের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *