Kolkata Police KMC : পুজোর আগে শহরে মৃত্যুফাঁদ! উদ্বেগ জানিয়ে KMC-কে চিঠি দিল কলকাতা পুলিশ – kolkata police wrote to kolkata municipal corporation to repair several roads in city before durga puja 2023


দুর্গাপুজোর বাকি আর মাত্র ৪২ দিন। ইতিমধ্যেই শহরের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে তুঙ্গে পুজো প্রস্তুতি। পুজোর সময় জনসমুদ্র ভাসবে কলকাতা শহরের রাস্তাঘাট। তার আগে বেহাল রাস্তা নিয়ে দুশ্চিন্তায় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে কলকাতা পুরসভাকে চিঠি লেখা হয়েছে। চিঠিতে শহরের বেশ কিছু রাস্তা দ্রুত মেরামতির আবেদন জানিয়েছেন কলকাতা পুলিশ। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রফি আহমেদ কিদওয়াই রোড, এসএন ব্যানার্জি রোড, ফ্রি স্কুল স্ট্রিট এবং এজেসি বোস রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল স্ট্রেচগুলি দ্রুত মেরামতির আবেদন জানানো হয়েছে।

Bidhannagar Salt Lake : পুরসভাকে ৮০ কোটি টাকা ‘উপহার’! পুজোর আগে পালটে যাবে সল্টলেক, খুশি বাসিন্দারা
কলকাতা পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট রাস্তায় কর্মরত ট্রাফিক সার্জেন্টরা রাস্তার বেহাল দশা নিয়ে তাঁদের উদ্বেগের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কারণ বেহাল এই রাস্তাগুলির কারণে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তারপরই কলকাতা পুলিশের তরফে চিঠি লিখে বিষয়টি পুরসভাকে জানানো হয়েছে। কলকাতা পুলিশের এক সিনিয়র অফিসার ওই ইংরেজি দৈনিককে বলেন, ‘রফি আহমেদ কিদওয়াই রোডের একটা বড় অংশের মেরামতি প্রয়োজন। এজেসি বোস রোড ও ক্যামাক স্ট্রিট সংলগ্ন রাস্তারও মেরামতির প্রয়োজন রয়েছে। এই দুর্ঘটনাপ্রবণ রাস্তাগুলি দ্রুত মেরামতির জন্য আবেদন করা হয়েছে। কারণ প্রত্যেকদিন এই রাস্তাগুলিতে গাড়ির চাপ বাড়ছে।’

Patipukur Underpass : জলের তলায় আন্ডারপাস, ডুবল গাড়ি! মঙ্গলের বৃষ্টিতে ‘ভয়’-এর ছবি কলকাতায়
পুলিশ জানিয়েছে, এই রাস্তা গুলিতে খানাখন্দে ভরে গিয়েছে। যত দ্রুত সম্ভব বিটুমিনাসের প্রলেপ দিয়ে সেগুলিকে বুঝিয়ে ফেলার প্রয়োজন। নইলে বৃষ্টিপাতের কারণে সেখানে জল জমে সমস্যাও দেখা দিতে পারে। রাস্তায় থাকা গর্তের কারণে ব্যস্ত সময়ে এইসব রাস্তা শ্লথ হয়ে যাচ্ছে ট্রাফিকের গতি। সেই কারণে এই স্ট্রেচগুলি যত দ্রুত সম্ভব মেরামতির প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি বেহাল রাস্তার কারণে ক্যামাক স্ট্রিট, শেক্সপিয়র সরণী এবং চৌরঙ্গী রোডের একটা বড় অংশ জলমগ্ন হয়ে গিয়েছিল।

দুর্গাপুজোর প্রস্তুতি হিসেবে লালবাজারের তরফে শহরের দায়িত্বে থাকা ২৫টি ট্রাফিক গার্ডের অফিসার ইন চার্জেদের কাছে রাস্তার অবস্থা সম্পর্কে একটি রিপোর্ট চাওয়া হয়। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে চিঠি লিখে পুরসভাকে অনুরোধ জানিয়েছে কলকাতা পুলিশ। রাস্তার অবস্থার পাশাপাশি কোনও কোনও রাস্তায় থাকা গাছ কাটাতে হবে, তার তালিকা সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডগুলির কাছে চেয়েছিল লালবাজার। সেই তালিকাও পুরসভাকে পাঠানো হয়েছে।

Kolkata Metro : মেট্রোর কাজের জেরে ৬০ দিন বন্ধ থাকবে বাইপাসের একাংশ, যানজটে ব্যাপক ভোগান্তির আশঙ্কা
অন্যদিকে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে শহরের বুকে থাকা বিভিন্ন রাস্তার পরিস্থিত পর্যালোচনা করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু বেহাল রাস্তা মেরামতির কাজও শুরু করা হয়েছে। পুরসভার এক আধিকারিক বলেন, ‘কলকাতা পুলিশের সতর্কবার্তা পাওয়ার পরই সাদার্ন এভিনিউর একটা অংশ মেরামত করা হয়েছে। এসপি মুখার্জি রোড ও ঢাকুরিয়া ব্রিজ নিয়েও বেশ কিছু অভিযোগ রয়েছে। তাও দ্রুত মেরামত করা হবে। বৃষ্টিতে ভিজে যাওয়া রাস্তা বিটুমেন দিয়ে মেরামত করা সমস্যার। তবে আমরা দ্রুত কাজ শুরু করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *