আজকের আপডেট কী?
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা একটা নাগাদ রানি রাসমণি রোড একটি রাজনৈতিক সমাবেশ রয়েছে, সেই সমাবেশে তিন থেকে সাড়ে তিন হাজার লোক সমাগমের সম্ভাবনা। সমাবেশের কারণে সকাল থেকে রানি রাসমণি এভিনিউয়ের দক্ষিণের অংশটি বন্ধ রাখা হয়েছে।
কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে খবর, রানি রাসমণি রোডের সমাবেশের কারণে শিয়ালদা এবং হাওড়া থেকে একাধিক মিছিল এসে হাজির হবে। সে কারণে হাওড়া ও শিয়ালদা স্টেশন সংলগ্ন রাস্তাগুলিতে সকাল থেকেই ট্রাফিকের চাপ থাকবে। শিয়ালদা সংলগ্ন শিয়ালদা ফ্লাইওভার, কলেজস্ট্রিটের রাস্তা, মৌলালি ক্রসিং, এদিকে হাওড়া স্টেশন সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ট্রাফিকের কী নির্দেশ?
কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে, শুক্রবার সকাল থেকে কলকাতার রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে এখনও পর্যন্ত কোনও বড় দুর্ঘটনার খবর নেই। রানি রাসমণি এভিনিউয়ের মিটিং ছাড়া শহরের আর কোথাও বড় মিটিং মিছিল নেই। সকালের দিকে ট্রাফিকের গতি কিছুটা স্লো থাকলেও সময় বাড়লে ট্রাফিকের চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।
বৃষ্টির জন্য ভোগান্তি?
আজ, দিনভর শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক রাস্তায় জলমগ্ন হয়ে যান চলাচলে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। যদিও জলমগ্ন হয়ে রাস্তা বন্ধ হওয়ার কোনও খবর নেই। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।