Mission Raniganj : নামে বিতর্ক, তবুও আগ্রহ মহাবীর খনি নিয়ে সিনেমায় – mission raniganj is a film about the rescue of 232 workers who were trapped when damodar water entered the underground mahabir colliery in raniganj



বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল
মিশন রানিগঞ্জ মুক্তির প্রতীক্ষায় কয়লাখনির মানুষ। ১৯৮৯-এর ১৩ নভেম্বর রানিগঞ্জের ভূগর্ভস্থ মহাবীর কোলিয়ারিতে দামোদরের জল ঢুকে পড়লে আটকে পড়েন ২৩২ জন শ্রমিক। হু হু করে জল ঢুকতে শুরু করে খনির ভিতরে। কোনওরকমে উপরে আসতে পারেন ১৬১ জন শ্রমিক। কিন্তু, ভূগর্ভে রয়ে যান ৭১ জন। তাঁদের উদ্ধারের রোমহর্ষক কাহিনি নিয়ে তৈরি হয়েছে বলিউডি ছবি। অক্ষয় কুমার অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে অক্টোবরের ৬ তারিখ। সিনেমার টিজারও প্রকাশ করা হয়েছে। এই সিনেমার মুক্তি ঘিরেই এখন উত্তেজনা তুঙ্গে আসানসোল-রানিগঞ্জে।

Mission Raniganj Motion Poster OUT: দেশের নাম বদলের জল্পনার মাঝে নয়া চমক, অক্ষয়ের ছবির পোস্টারে ‘ভারত’
দুর্ঘটনার সময়ে ইসিএলের অ্যাডিশনাল চিফ মাইনিং ইঞ্জিনিয়ার ছিলেন যশবন্ত সিং গিল। তাঁরই মস্তিষ্কপ্রসূত ইস্পাতের ক্যাপসুল ভূগর্ভে নামিয়ে একে একে উপরে উঠিয়ে আনা হয় শ্রমিকদের। দুর্ঘটনার তিন দিন পর ১৬ নভেম্বর পর্যন্ত উদ্ধার করা হয় মোট ৬৫ জনকে। ৬ জন শ্রমিক মারা যান। এমন ঘটনার পর যশবন্ত সিং গিলের নাম লোকমুখে হয়ে যায় ক্যাপসুল গিল। ১৯৯১-এ রাষ্ট্রপতি ভেঙ্কটরামন তাঁকে জীবনরক্ষা পদকে সম্মানিত করেন। ২০১৯-এর ২২ নভেম্বর প্রয়াত হন পাঞ্জাবের বাসিন্দা গিল। সেই ঐতিহাসিক দুর্ঘটনায় তাঁর ভূমিকা নিয়েই সিনেমা মিশন রানিগঞ্জ।

Jawan Movie Leaked : মুক্তির দিনই অনলাইনে ফাঁস জওয়ান! কোটি টাকা লোকসানের আশঙ্কা
ছবির শুটিংও হয়েছে রানিগঞ্জের নিমচার মতো কোলিয়ারি, আসানসোল স্টেশন, রানিগঞ্জ হাসপাতালে। শুটিংয়ের সময়েও এই সিনেমা ঘিরে আগ্রহ তৈরি হয়। এখন মুক্তির আগে এই ছবি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে খনি এলাকার মানুষের মধ্যে। ইসরোতে গবেষণায় যুক্ত খনি এলাকার ছাত্র অস্মিত রায় বর্মন ছবিটি দেখার ইচ্ছাপ্রকাশ করে বলেন, ‘এই ঘটনার সময়ে আমি জন্মাইনি। কিন্তু, বাবা-মায়ের মুখে অনেক গল্প শুনেছি। ফলে সিনেমাটি নিয়ে আমার আগ্রহ রয়েছে।’ সিটুর খনি শ্রমিক নেতা সুজিত ভট্টাচার্য বলেন, ‘ঘটনার সময়ে উদ্বিগ্ন শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আমরা দেখেছি, কী ভাবে ক্যাপসুল নামিয়ে কর্মীদের উদ্ধার করা হয়েছিল। ভারতে কয়লাখনি দুর্ঘটনায় উদ্ধারকাজের নিরিখে এটাই সবচেয়ে বড় ঘটনা। ছবিটি দেখার ইচ্ছা রয়েছে।’

Bangladeshi Movies : মৃত্যুর ১৫ বছর মুক্তি! বিশেষ দিনেই রিলিজ হচ্ছে মান্নার জীবন যন্ত্রণা
দুর্ঘটনার পরে মহাবীর কোলিয়ারিতে কাজে যোগ দিয়েছিলেন খনিশ্রমিক রাম প্রসাদ। তিনি বলেন, ‘পরে ওখানে কাজে যোগ দিয়ে সমস্ত ঘটনাটাই শুনি। জানি না সিনেমায় কী দেখানো হবে, তবে দেখব।’ ইসিএলের জনসংযোগ দপ্তরের প্রাক্তন আধিকারিক দেবনাথ বন্দ্যোপাধ্যায় জানান, ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি। তৃণমূলের খনি শ্রমিক সংগঠনের নেতা জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং বলেন, ‘যশবন্ত সিং গিল আমাদের কাছে গর্বের নাম। এর সঙ্গে রানিগঞ্জের নামও জড়িয়ে রয়েছে। সবার মতো আমিও সুযোগ পেলে ছবিটি দেখব।’

Mamata Banerjee : ৫০ লাখ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরাতে উদ্যোগী মমতা
তবে এই সিনেমার নাম ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। আগে ঠিক ছিল, ছবির নাম হবে মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়া রেসকিউ। মুক্তির মুহূর্তে সেই নাম পাল্টে হয়েছে মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ। কয়লাখনি দুর্ঘটনায় ঐতিহাসিক উদ্ধারকাণ্ডেও জুড়ে গিয়েছে ইন্ডিয়া, ভারত বিতর্ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *