Sabuj Sathi Cycle : সাইকেলের গায়ে মরচের আবরণ, অবহেলার ‘সবুজ সাথী’ মালদার স্কুলে – sabuj sathi cycle is lying with negligence at a school in malda


দুরাবস্থায় পড়ে নষ্ট হচ্ছে শয়ে শয়ে Sabuj Sathi Cycle। অবহেলার চিত্র মালদা জেলায়। মালদা বাচামারি জিকে হাইস্কুলের বারান্দায় সবুজ সাথী প্রকল্পের একাধিক সাইকেল পড়ে নষ্ট হওয়ার চিত্র ধরা পড়ল। যা নিয়ে শুরু বিতর্ক। শুরু রাজনৈতিক তরজাও।

Rail Job : রেলে চাকরির আশায় সাড়ে ৬ লাখ টাকা খরচ যুবকের! মেলেনি নিয়োগ পত্র, তারপর…
কী ঘটেছে?

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। কিন্তু স্কুলে পড়ে থেকে নষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সবুজ সাথীর সাইকেল৷ স্কুলের বারান্দায় পড়ে থেকে থেকে মরচে ধরতে শুরু করেছে সাইকেলের গায়ে এমনই ছবি উঠে এল আমাদের ক্যামেরায়। ঘটনা মালদহের পুরাতন মালদা বাচামারি জিকে হাইস্কুলের। গোটা বিষয়টি জেনে খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরাতন মালদা ব্লকের BDO সেজুতি পাল মাইতি‌।

Malda Mango: মালদার ফলের জয়জয়কার, এবার তিন আম পেল GI Tag-এর সরকারি অনুমোদন
স্কুল কী বলছে?

বাচামারি জিকে হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক অমৃতকুমার ঘোষ জানান, সবুজ সাথী প্রকল্পে অন্যান্য স্কুলের মতো আমাদের স্কুলেও প্রতি বছর সাইকেল আসে৷ আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সেই সাইকেল বিলি করে দিই৷ কিন্তু সমস্যা হল, প্রতি বছরই কিছু ছেলেমেয়ে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়৷ তারা বিভিন্ন জায়গায় কাজে চলে যায়৷ এই ড্রপ আউটদের সাইকেল প্রতি বছর জমা হতে থাকে৷ এভাবেই বর্তমানে স্কুলে ৭০-৮০টি সবুজ সাথীর সাইকেল জমা হয়ে রয়েছে৷

Swanirvar Gosthi : স্বনির্ভর গোষ্ঠীর বকেয়া পেতে ‘কাটমানি’ চাওয়ার অভিযোগ! মালদায় অভিযুক্ত জয়েন্ট BDO, তদন্তের নির্দেশ জেলাশাসকের
কেন অবহেলায় পড়ে সাইকেল?

স্কুল জানাচ্ছে, সাইকেলগুলি ফিরিয়ে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার আবেদন জানানো হচ্ছে৷ অমৃতকুমার ঘোষ জানান, আমাদের যেন কম সাইকেল দেওয়া হয়, সেই আবেদনো করেছি৷ কিন্তু সেখান থেকে বলা হচ্ছে, কিছু করা যাবে না৷ সাইকেল কম যেমন দেওয়া যাবে না, ফিরিয়েও নেওয়া যাবে না৷ কারণ, এখন শিক্ষা দফতর সরকারি পোর্টাল থেকেই স্কুলে যাবতীয় তথ্য সংগ্রহ করে৷ তাই সরকারি প্রকল্পের সাইকেল পড়ে থেকে থেকে নষ্ট হলেও আমাদের কিছু করার নেই৷ আমরা এই সাইকেল ফেরত পাঠাতে তৈরি আছি৷

‘বেকার ছেলে আমরা… কী করে খাবো!’

শুরু রাজনৈতিক তরজা

এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী অভিযোগ করেন, তৃণমূল সরকার এবং তৃণমূলের দলটা সমস্ত কিছু চুরি করছে। এখন তারা সবুজ সাথীর সাইকেল ছাড়ছে না। অন্যদিকে, এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার জানান, পঞ্চায়েত ভোট ছিল ওই কারণে সাইকেল গুলি বিলি করা হয়নি। প্রশাসনের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি সাইকেল গুলি বিলি করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *