বেহাল রাস্তার সংস্কারের দাবিতে শুক্রবার ফের ভিআইপি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা। শুক্রবার সকাল থেকেই ভিআইপি রোড অবরাধ করে সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে চলে এই অবরোধ। রাস্তার উপর সার দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে এনজিপি থানা পুলিশ। তারা এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।
অভিযোগ দীর্ঘদিন ধরেই ভিআইপি রোডের বেহাল অবস্থা হয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রচুর ট্রাক ও গাড়ি চলাচল করে প্রতিনিয়ত। বাসিন্দাদের অভিযোগ মাঝেমধ্যেই বাইক অথবা গাড়ি উলটে পড়েছে। কিছুদিন আগে স্কুলে যাওয়ার সময় এক পড়ুয়ার মৃত্যু হয়। বেহাল রাস্তার কারণে স্কুটার থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়। এরপর এই রাস্তার মেরামত করা হয়। কিন্তু ফের একই অবস্থা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
বাসিন্দাদের অভিযোগ বৃষ্টিতে গর্তগুলিতে জল ভরে থাকছে। ফলে অনেক সময় গাড়ি চালকেরা বুঝতে পারেন না। এতেই দুর্ঘটনার স্বীকার হচ্ছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী গাড়ি চালকরা। প্রতিদিন দুর্ঘটনায় পড়ে জখম হচ্ছেন লোকজন। শুক্রবার সকাল থেকে পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বাঁশ দিয়ে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো শুরু হয়। আটকে দেওয়া হয় সমস্ত যান চলাচল। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের আশ্বাসে ওঠে পথ অবরোধ।
স্থানীয় বাসিন্দা ও বিক্ষোভকারী বিভাস মল্লিক বলেন, ‘দীর্ঘদিন ধরে এই VIP Road-এর হাল বেহাল। এখানে প্রতিনিয়ত গাড়িচালকরা দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত এমনকী প্রাণহানির ঘটনাও ঘটে। একাধিকবার জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। সেই কারণে বাধ্য হয়েই আমার পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই বেহাল রাস্তা দ্রুত ঠিক করা হোক।’
