- কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শুক্রবার শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনভর ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই বৃষ্টির জন্য তাপমাত্রা কমেছিল কলকাতার।
এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৯ শতাংশ।
শুক্রবার দিনভর শহরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু, শনিবার থেকে আমূল বদলাতে পারে আবহাওয়া। নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমছে। ফলে উইকেন্ডে কমবে বৃষ্টি। একইসঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ।
- কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে এবং তা দক্ষিণ ওডিশা উপকূলে অবস্থান করছে। নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ ওডিশা উপকূল থেকে ছত্তিশগড়ের উপর দিয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত।
শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ তিন জেলা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে রয়েছে অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে রয়েছে বাড়তে পারে তাপমাত্রা।
- কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আর বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা নেই। বাড়তে পারে তাপমাত্রাও।
চলতি মরশুমে সেভাবে বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গ। কিন্তু, উল্লেখযোগ্য বৃষ্টিপাত পেয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি। এখন দেখার সার্বিকভাবে কি বৃষ্টিপাতের ঘাটতি থাকবে? অন্যদিকে, দেশে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও চলবে বৃষ্টিপাত। ওডিশা, ছত্তিশগড়, বিদর্ভ, তেলেঙ্গানাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
