Bankura News : বাঁকুড়ার জঙ্গলে লুকিয়ে বহু অজানা প্রাণী, এবার সন্ধান পাবে বনদফতর – forest department and some private organization has arranged a workshop regarding animals of bankura forest


জীব বৈচিত্র সংরক্ষনে রাজ্যের মধ্যে বাঁকুড়া জেলায় প্রথম ছোটো ও অনালোচিত বণ্য প্রাণীদের সন্ধানে বিশেষ উদ্যোগ নিল বনদফতর। স্বেচ্ছাসেবী সংস্থা WWF, Nature Mates ও SHER-কে সঙ্গে নিয়ে বেলিয়াতোড় রেঞ্জ অফিসে আয়োজিত হল এক কর্মশালা। ওই তিন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা ছাড়াও কর্মশালার উপস্থিত থাকতে দেখা গেল বনদফতরের কর্মী এবং আধিকারিকদের। ট্র্যাপ ক্যামেরা ও জিপিএস সম্বন্ধে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশ কী ভাবে ক্যামেরা লাগানো হবে বেলিয়াতোড় জঙ্গলে তার ডেমোনস্ট্রেশান দেওয়া হয়।

লাগাতার ৩ দিন বাঁকুড়া জেলার ৩টি বন বিভাগের প্রতিটি বিটে সাইন সার্ভে হবে। ৩ দিনে সাড়ে তিন কিলোমিটার থেকে শুরু করে সাড়ে দশ কিলোমিটার পর্যন্ত সাইন সার্ভে করার পর যে সমস্ত এলাকায় প্রাণীদের সন্ধান মিলবে সে সমস্ত জায়গায় পরবর্তীতে ২৮০ টি ক্যামেরা লাগিয়ে এক মাস পর্যবেক্ষণ করা হবে।

Jaldapara National Park : জলদাপাড়ার সাফারিতে ‘জীবন’ বিমা! পুজোর আগেই পর্যটকদের ‘সুখবর’ বনদফতরের
এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলির প্রতিনিধিরা জানান, বাঁকুড়ার জঙ্গলে ছোটো ও অনালোচিত বণ্য প্রাণীদের সন্ধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যে সমস্ত প্রাণীদের সম্পর্কে বিশেষ কিছু জানা নেই, বা সেগুলি সংখ্যায় কতো পরিমাণে রয়েছে, সেই সমস্ত বিষয়ে খোঁজ নেওয়া হবে। আর এই কাজ সফল করতে বেশ কিছু বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। প্রায় দেড় মাস সময় ধরে এই জেলার এক হাজার কিলোমিটার জঙ্গল ঘুরে ওই প্রাণী গুলির পায়ের ছাপ, আঁচড়ের দাগ, মলমূত্র, গর্ত কিংবা কোটর, সবই পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা হবে।

বনদফতরের মুখ্যবনপাল (মধ্য সার্কেল) কুলান ড্যাইভাল জানান, বাঁকুড়া জেলার জঙ্গলে যে সমস্ত ছোটো প্রাণী আছে তার সংখ্যা নির্ধারন করার জন্য বিগত একমাস ধরে পরিকল্পনা করা হয়েছে। ম্যাপের মধ্য দিয়ে বিভিন্ন প্রাণীর খোঁজে এই কাজ শুরু হয়েছে। তাদের চিহ্নিত করতে জঙ্গলে আগামী এক মাসের জন্য ২৮০ ক্যামেরা লাগানো হবে। পরে ওই ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করে পরবর্তী কাজ করা হবে বলে জানান তিনি।

Elephant Safari : হাতির পিঠে দুলকি চালে রোমাঞ্চ অনুভূতি, এ বার গোরুমারাতেও চালু হচ্ছে হাতিসাফারি
প্রসঙ্গত, রাজ্যের অন্যতম পর্যটন স্থল বাঁকুড়া। বিশেষত এই জেলার জয়পুর জঙ্গল পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি গন্তব্য। মাঝে মধ্যেই সেই জঙ্গলে হাতির দেখাও মেলে। তবে হাতি ছাড়াও বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে রয়েছে আরও অনেক বিরল প্রাণী। এবার সেগুলিকেই খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *