Best Chop Shop In Kolkata : শহরে তেলেভাজার নয়া ডেস্টিনেশন ‘চপ শিল্প’! মেনুতে কী কী আছে জানেন? – new snacks shop in kolkata is chop shilpo trending in social media


রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে এসে কাজের কথা বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রয়োজনে তেলেভাজা বিক্রির পরামর্শও দিতে শোনা গিয়েছে তাঁকে। আর তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ‘চপ শিল্প’ বলে কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁদের। তবে এবার বাস্তবেই রাজ্যে দেখা গেল চপ শিল্প। তাও আবার শহর কলকাতার বুকেই।

দক্ষিণ কলকাতার যাদবপুর সংলগ্ন সুলেখা মোড় থেকে বাঘাযতীনের দিকে এগোলে ১০০ মিটারের মধ্যেই চোখে পড়বে সুসজ্জিত একটি দোকান। ভেসে আসবে গরমাগরম তেলেভাজার গন্ধ। আর দোকানের নাম খুঁজতে গেলে চোখে পড়বে পরিচিত সেই শব্দবন্ধ, ‘চপ শিল্প’। দোকানের কর্ণধার সুরজিৎ সোম।

Street Foods In Kolkata : কলকাতার এই জায়গায় তৈরি হচ্ছে প্রথম ফুড স্ট্রিট, কী কী খাবার পাবেন?
জেনে নিন নেপথ্য কাহিনি
কিন্তু হঠাৎ এই নামটাই বেছে নিলেন কেন? উত্তরে সুরজিৎবাবু বলেন, ‘নামটা খুব ক্যাচি, নামটা ভাল লেগেছে, তাই বেছে নেওয়া। নামটার মধ্যে অনেককিছু আছে। তাই এই নামটা নেওয়া।’ তিনি জানান, আগে খাদ্য শিল্প নামে শিলিগুড়িতে তাঁর একটি দোকান ছিল। তবে সেটি বন্ধ হয়ে যায়। এবার এই দোকানটি চালু করেছেন। ইতিমধ্যেই ২৩ বছর তিনি এই পেশায় রয়েছেন বলে জানান সুরজিৎবাবু। তিনি জানান, পুজোর আগে ৪-৫টি কাউন্টার চালু হবে। কাজে যুক্ত হবেন প্রায় ৫০ জন। আর আগামী একবছরের মধ্যে সারা কলকাতায় আরও ২০ থেকে ২৫টি কাউন্টার খোলা হবে বলে জানান তিনি।

কী কী পাওয়া যাচ্ছে?

নিরামিষ ও আমিষ উভয় প্রকারের চপই পাওয়া যাচ্ছে এই দোকানে। সেক্ষেত্রে নিরামিষের মধ্যে পাওয়া যাচ্ছে, ভেজিটেবল চপ, আলুর চপ, আমের চপ, মোচার চপ, বেগুনি। আবার আমিষের মধ্যে মধ্যে মিলছে, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ মাটন রোল, চিকেন চিজ কাটলেট, চিকেন ফাউল কাটলেট, গন্ধরাজ চিকেন, রাজশাহী মাটন কাটলেট, মাটন চপ, হাঁসের ডিম দিয়ে মাটন ডেভিল, বাসন্তী পোলাও-সহ আরও অনেক কিছু। আর কয়েকদিন পরেই তাঁদের নয়া রেস্তোরাঁও খুলে যাচ্ছে বলে জানান সুরজিৎবাবু।

Tea Processing Hub : শহরে টি প্রসেসিং হাবের পরিকল্পনা রাজ্যের
ইতিমধ্যেই এই দোকানের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা দোকান নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্যও করছেন। তবে দোকানের নামটি সকলের কাছেই বেশ আকর্ষণীয়। সেই দিক থেকে দেখতে গেলে এবারের পুজোয় পেটপুজোর নয়া ডেস্টিনেশন হয়ে উঠতেই পারে দক্ষিণ কলকাতার এই চপের দোকান থুড়ি চপ শিল্প।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *