Durga Puja Kolkata News : পুজোয় সোনাগাছিতে ‘হাঁড়িবন্ধ নিমন্ত্রণ’, যাবেন নাকি ‘অন্য পুজো’ উপভোগে? – sonagachi durga puja committee will distribute prasad on the day of durga puja navami


বছরভর কাজ করে যান তাঁরা। অনেক সময় স্বীকৃতির অভাব জোটে। কিছু সময় জোটে কটাক্ষও। কিন্তু, দিন রাত সচল থাকে সোনাগাছি। তবে পুজোর সময় গোটা শহরের মতো যৌনকর্মীরাও আনন্দের জোয়ারে গা ভাসান। চলতি বছরও তার ব্যতিক্রম নয়। জোরকদমে পুজো প্রস্তুতি চলছে সোনাগাছিতে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে খুঁটিপুজো। শুরু প্রতিমা তৈরির কাজও।

কিন্তু, এবারে সোনাগাছির পুজোয় রয়েছে বিরাট চমক। নবমীর দিন সেখানে হাঁড়িবন্ধ নিমন্ত্রণ। শহরের সমস্ত যৌনপল্লিতে সেখান থেকে যাবে প্রসাদ। শুধু তাই নয়, যে কেউ গিয়ে সেখানে প্রসাদ খেতে আসতে পারেন।

Durga Puja 2023 Theme : ভ্যাটিকান সিটি এবার জেলাতেও, ৪১ বছরে বিগ বাজেট এই পুজো কমিটির
এই প্রসঙ্গে যৌনকর্মীদের সংগঠন দুর্বারের পক্ষ থেকে রতন দলুই বলেন, “প্রতি বছরই আমরা নবমীর দিন এই ভোগ বিতরণ করে থাকি। এই বছরও তার ব্যতিক্রম হবে না। আমরা সকলেই পুজোর জন্য প্রস্তুতি নিই। এই বছরও নিচ্ছি। নবমীর দিন আর আমাদের মা-বোনেদের রান্না করতে হবে না। শহরের প্রতিটি যৌনপল্লিতে এখান থেকে খাবার যাবে। কেউ প্রসাদ খেতে চাইলে সোনাগাছি পুজো মণ্ডপে আসতে পারেন।”

শহরের অন্যান্য পুজো কমিটিগুলি যে সময় একটি সেলেব বা জনপ্রিয় মুখের খোঁজ করছে সেই সময় সোনাগাছি সেই পথে হাঁটেনি। তাঁদের পুজো মুখ যৌনকর্মীরাই। এই প্রসঙ্গে রতন দলুই বলেন, “প্রত্যেক বছরই তাই হয়ে থাকে। সোনাগাছির মহিলারাই পুজোর মুখ হন। এই বছরও তার ব্যতিক্রম নয়। এছাড়াও শশী পাঁজা পুজো উদ্বোধনে আসবেন। আসবেন মদন মিত্রও।”

Kolkata Durga Puja 2023 : দুর্গাপুজোর পুরোহিতদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির, কবে-কোথায়?
কুমারটুলির সুভাষ পালের হাত ধরেই সেজে উঠছে সোনাগাছির দুর্গা প্রতিমা। তাদের পুজোর উদ্বোধন করতে চলেছেন প্রবীণ যৌনকর্মীরা।

দুর্বারের এক সক্রিয় কর্মী বলেন, “আমাদের মহিলারাই আমাদের কাছে সব। তাঁরা সংসার চালানোর জন্য সারা জীবন কষ্ট করে এসেছেন। এই সম্মানটুকু তাঁদেরই প্রাপ্য। কোনওভাবেই তাঁরা যেন নিজেদের এই সামান্যতম অধিকার থেকে বঞ্চিত না হয় তা দেখা আমাদের লক্ষ্য।” ইতিমধ্যেই পুজোর আমেজ শহরের এই যৌনপল্লিতে।

Durga Puja 2023: কী ভাবে কাটাবেন এবারের দুর্গা পুজো? জেনে নিন রাশি অনুযায়ী
উল্লেখ্য, করোনার কোপে রীতিমতো ধুঁকছিল শহরের এই যৌনপল্লি। যদিও গত কয়েক বছরে অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে সেখানে। ধীরে ধীরে গোটা দুনিয়ার মতো স্বাভাবিক ছন্দে ফিরেছে সোনাগাছিও। ব্যবসাও ফিরেছে স্বাভাবিক ছন্দেই।

চলতি বছর পুজোয় সোনাগাছিতে স্বাভাবিক ব্যবসা হবে বলেই আশাবাদী যৌনকর্মীরা। বরং পুজোয় কদিন তাঁরা গ্রাহকের প্রত্যাশা বেশি করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *