Hooghly News : বছর ঘুরতেই খালের গর্ভে নবনির্মিত রাস্তা, বৃষ্টির দোহাই স্থানীয় পঞ্চায়েতের – hooghly chanditala panchayat road is in bad condition


নতুন নির্মিত রাস্তার আয়ু এক বছর। বেহাল রাস্তায় চলছে ঝুঁকির যাতায়াত। দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত। চিত্র হুগলি জেলার চণ্ডীতলা এলাকায়। বৃষ্টির কারণে গার্ডওয়াল ধসে বিপত্তি হয়েছে। যদিও দ্রুত শুরু হবে রাস্তার কাজ দাবি পঞ্চায়েতের।

AMRUT Scheme : জলপ্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, বাঁশবেড়িয়া পুরসভার বিরুদ্ধে হাইকোর্টে মামলা
কী অভিযোগ স্থানীয়দের?

স্থানীয়রা জানাচ্ছেন, হুগলির চণ্ডীতলা নবাবপুর পঞ্চায়েতের রেইজিরচক এলাকায় রেইজিরচক মাদ্রাসা থেকে মসজিদ পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছিল। ২০২২ সালে ২০ লাখ ১৪ হাজার ৬৬৩ টাকা ব্যয়ে রাস্তার কাজ শুরু হয় বলে একটি ফলক বসানো হয় পঞ্চায়েতের তরফে। এক বছরের মধ্যেই নদীপাড় লাগোয়া রাস্তার একাংশে ধস নেমে বিপজ্জনক হয়ে গিয়েছে।

Toto E Rickshaw : টোটো দেখলেই আটক! দৌরাত্ম্য বন্ধে তৎপর পুলিশ-পরিবহণ দফতর
ঝুঁকির যাতায়াত

খালের গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কিছুটা রাস্তা। ফলে রাতের অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। দুর্ঘটনা যাতে না হয় রাস্তার দুপাশে বাঁশের খুঁটিপুঁতে দায় সেড়েছে প্রশাসন। শুধুমাত্র সাইকেল বা মোটরসাইকেলে যাতায়াত করতে পারছে। সমস্যায় পড়তে হয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীদের। শুধু তাই নয় কারও শরীর খারাপ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে।

Hooghly News : লাখ লাখ টাকার খেল! ফের রাজ্যে নিয়োগ প্রতারণার ঘটনায় শোরগোল
বিরোধীদের বক্তব্য

শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবাশীষ মুখার্জী জানান, সারা রাজ্যে যা চলছে তা থেকে নবাবপুর আলাদা নয়। এক বছর আগেই কুড়ি লাখ টাকা দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছিল।অনেক রাস্তা খানাখন্দে ভর্তি হয়ে গিয়েছে, রাস্তা না খাল দেখলে বোঝা যায় না। নবাবপুরেও তাই হয়েছে। উন্নয়নের টাকা তৃণমূল নেতাদের পকেটে যায়। উন্নয়নের নামে যে টাকা ধার্য করা হয় তার ৫০ শতাংশ টাকা নেতাদের পকেটে চলে যায়। আর এর ফল ভুগতে হয় সাধারণ মানুষকে।

বিদ্য়ুৎ নেই ! গরমে নাজেহাল মানুষ! দিকেদিকে বিক্ষােভ!

গ্রাম পঞ্চায়েত কী জানাচ্ছে?

নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক জানান, দীর্ঘদিন এলাকার মানুষের দাবি ছিল রাস্তার। আমরা সেই মতো রাস্তার কাজ শুরু করি। খালের গার্ড ওয়াল দিয়ে মাটি ফেলে রাস্তা করা হয়। দিন চারেক আগে রাত্রে প্রবল বর্ষণ হয় তাতেই মাটিতে ধস নামে। ফলে মানুষের যাতায়াতের একটু সমস্যা হচ্ছে। যদিও আমরা ঘিরে রেখেছি রাস্তা। যত দ্রুত সম্ভব শালবল্লা দিয়ে পাইলিং করে রাস্তা ঠিক করা হবে। প্রাকৃতিক দুর্যোগের ফলেই এই সমস্যা হয়েছে। ইতিমধ্যেই ইঞ্জিনিয়াররা গিয়ে তারা রাস্তায় পরিদর্শন করে এসেছেন। মানুষের চলাচলে যাতে সমস্যা না তার জন্য কাজ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *