Rainfall Forecast : পুজো শপিংয়ে ঘূর্ণাবর্তের ‘গ্রহণ’! রবিতে ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি? – no possibility of heavy rainfall on sunday at kolkata 10 september west bengal weather update


পুজোর আগে উইকএন্ড মানেই মহাদামি। ইতিমধ্যেই কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে বৃষ্টির জন্য ‘শপিং বিভ্রাট’ তৈরি হবে না তো? তা নিয়ে উঠছিল বিরাট প্রশ্ন। এদিকে গত কয়েক সপ্তাহের রেকর্ড বলছে সপ্তাহের শেষে এলেই মুখ গোমড়া করে নেয় আকাশ। হয় অঝোরে বৃষ্টি। সেক্ষেত্রে রবিবারও কি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা? ঠিক কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কিন্তু, বৃহস্পতিবার থেকে নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Rainfall Forecast : ‘ফুল ফর্মে’ নয়া ঘূর্ণাবর্ত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আর দেড় মাসও বাকি নেই পুজোয়। সেক্ষেত্রে রবিবার মানেই কেনাকাটা করতে বার হবেন অনেকেই। কিন্তু, আকাশ কি মেঘলা থাকবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা একধাক্কায় বাড়তে চলেছে।

Rainfall Forecast : আচমকাই ‘ইউ টার্ন’ নিম্নচাপের, ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তিও।

সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গে?

আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭৪ শতাংশ। আপাতত বুধবার পর্যন্ত কলকাতাতে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।

Weather Forecast Today Kolkata : শেষ বেলায় নিম্নচাপের ‘স্লগ ওভার’! ৬ জেলায় আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
বুধবার বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা। এটির অভিমুখ হতে পারে ওডিশা। আর এরই প্রভাবে বুধবার থেকে বাংলায় হাওয়া বদল। দক্ষিণবঙ্গে এই সময় পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে নতুন করে বৃষ্টি চলবে দক্ষিবঙ্গে। তবে কতটা বৃষ্টিপাত হবে, তা এখনও স্পষ্ট নয়।

তাৎপর্যপূর্ণভাবে এর আগে পর্যন্ত অর্থাৎ বুধবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে থাকবে আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তিও। অর্থাৎ ভ্যাপসা গরমের প্রত্যাবর্তন। রবিবার দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।

Today Weather Kolkata : বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়াল নিম্নচাপ, আজ কলকাতায় সহ ৬ জেলায় দিনভর দুর্যোগ
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু, বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কমবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *