Senco Gold Robbery : ফের ডাকাতদের দেখে নার্ভাস গয়নার শোরুমের মহিলাকর্মীরা – ranaghat senco gold workers are nervous seeing the robbers again


এই সময়, কৃষ্ণনগর: রানাঘাটে সোনার গয়নার শো-রুমে ডাকাতির ঘটনায় ধৃত তিন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে ডাকাতির ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কুন্দন যাদব-সহ তিন দুষ্কৃতীকে পুলিশি পাহারায় নিয়ে আসা হয় শো-রুমে। ২৯ অগস্ট ঘটনার দিন ডাকাতদের দেখে শো রুমের এক পুরুষকর্মী ভয়ে অসুস্থ হয়ে পড়লে জলের বোতল তাঁর দিকে এগিয়ে দিয়েছিলেন কুন্দন নামে এক দুষ্কৃতী।

Gold Shop: সেনকো ডাকাতির স্মৃতি উসকে ফের টার্গেট সোনার দোকান, গুলি চালিয়ে ছিনতাই
এ দিন তিনি সেকথা জানান পুলিশকে। ডাকাত দলের লোকজন শো রুমের মহিলা কর্মীদের সিস্টার বলে সম্বোধন করেছিলেন বলে জানান দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমে থাকা নিরাপত্তারক্ষী ও মহিলা কর্মীদের কী ভাবে, কোথায় আটকে রাখা হয়েছিল সে কথা কবুল করেন দুষ্কৃতীরা। দশ মিনিটের বেশি সময় ধরে এ দিন ঘটনার পুনর্নির্মাণ করা হয়।

Hooghly News : লাখ লাখ টাকার খেল! ফের রাজ্যে নিয়োগ প্রতারণার ঘটনায় শোরগোল
শো-রুমের ক্যাশিয়ার মৃন্ময় সরকার বলেন, ‘পুলিশকর্মীরা ওদের এনে পুনর্নির্মাণ করবেন, এটা আমাদের জানা ছিল না। তাই আবারও সেই ডাকাতদের সামনে দেখে মহিলাকর্মীরা অনেকে নার্ভাস হয়ে পড়েন।’ ডাকাতির দিনেও তিনি শো রুমে ছিলেন জানিয়ে মৃন্ময় বলেন, আমার গলায় একটি সোনার চেন, এক হাতে একটা বালা ছিল।

Senco Gold Robbery : পুরুলিয়ার স্বর্ণ বিপণী ডাকাতিতে গ্রেফতার আরও ১
ডাকাতরা প্রথমে ভয় দেখিয়ে সেটাও খুলে দিতে বলেছিল। আমরা আকুতি মিনতি করেছিলাম। পরে ডাকাতদের এক নেতার নির্দেশে সেদিন অবশ্য আমাদের কোনও কর্মীদের গা থেকে কোন গয়না খোলা হয়নি। এদিন সেকথাও সামনে আনে ওরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *