Tarapith Temple : কৌশিকী আমাবস্যায় দিনরাত খোলা থাকবে তারাপীঠ মন্দির – tarapith temple will be open 24 hours for 2 days during kaushiki amavasya


এই সময়, তারাপীঠ: কৌশিকী অমাবস্যায় ভক্তদের কথা ভেবে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর, এই দু’দিনই ২৪ ঘণ্টা মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। দ্বারকা নদীতে স্নান করে মা তারার পুজো দেন পুণ্যার্থীদের অনেকেই। হুড়োহুড়ি এড়াতে মন্দিরে পুজো দেওয়ার জন্য দু-তিনটি পৃথক লাইনের ব্যবস্থা করা হচ্ছে।

Tarapith Mandir : তারাপীঠ যেতে খসবে বাড়তি টাকা? কৌশিকী অমাবস্যার আগে প্রশাসনের সিদ্ধান্তে চর্চা
এছাড়া ভক্তদের জন্য এবারে সারারাত মন্দিরের গেট খোলা থাকবে ভক্তরা। তাঁদের কথা ভেবে আগামী বুধ ও বৃহস্পতিবার সারাদিন সারারাত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লক্ষাধিক ভক্তের ভিড়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে মন্দির চত্বরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

পুরো এলাকা সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। আজ শনিবার থেকেই মন্দিরে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। বাইরে থেকে গর্ভগৃহের ছবি দেখানোর জন্য মন্দির চত্বরে লাগানো হচ্ছে জায়েন্ট স্ত্রিন।

Kaushiki Amavasya 2023 : কৌশিকী অমাবস্যায় রাশিয়া থেকে তারাপীঠে এলেন মা তারার ‘কন্যা’ বিদেশিনী
কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। এ দিন মঙ্গলারতির পরে দিনভর চলে বিশেষ পুজোপাঠ। মঙ্গলারতির পরে মাকে নিবেদন করা হয় শীতল ভোগ। এই বিশেষ দিনে মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পরে পরানো হয় রাজবেশ। ফুলের সাজে সাজানো হয় মা তারাকে। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা এই দিনেই সিদ্ধিলাভ করেছিলেন।

Tarapith Mandir News : মা তারা দর্শনে কমবে ঝক্কি! কৌশিকী অমাবস্যার আগেই হোটেল নিয়ে বড় সিদ্ধান্ত তারপীঠে
তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, ‘অমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাক্ষ্যাপা তারাপীঠের মহাশ্মশানের শিমূল গাছের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। বিশেষ এই তিথিতে মায়ের পুজো করলে মনোস্কামনা পূরণ হয় বলে মনে করেন অনেকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *