Udayan Guha on Ananta Maharaj : ‘উনি স্বঘোষিত…!’ ধূপগুড়ি জিতেই অনন্ত মহারাজকে নজিরবিহীন আক্রমণ উদয়নের – udayan guha attacks greater cooch behar leader ananta maharaj after dhupguri by election


বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে নজিরবিহীন আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। অনন্ত মহারাজকে কুরুচিপূর্ণ আক্রমণ তৃণমূল মন্ত্রীর। মন্তব্যে তৈরি হচ্ছে বিতর্ক।

Coochbehar News : উদয়ন গড়ে BJP কর্মীদের বাড়ি ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব! আহত ২, অভিযোগ এড়াল তৃণমূল
কী জানা যাচ্ছে?

রবিবার কোচবিহারের কদমতলায় জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত পঞ্চানন বর্মার তিরোধান দিবস উদযাপন অনুষ্ঠান হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অনন্ত মহারাজকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন। এদিন জেলা তৃণমূলের উদ্যোগে প্রথমবার কোচবিহার কদমতলায় ঘটা করে অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ।

Udayan Guha News : ‘…অনেক দিন বাদে পুরনো নেশা’, মন্ত্রী উদয়নের ফেসবুক পোস্টের নীচে কমেন্টের বন্যা
পঞ্চানন বর্মার তিরোধান দিবস উদযাপন

এদিনের কর্মসূচীতে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের অনুপস্থিতি ঘিরে প্রশ্ন দেখা দেয়। এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘ও জেলার বাইরে আছে। তাই এদিনের অনুষ্ঠানে নেই।’

Trinamool Congress : ‘…অর্থই আসল’, মন্ত্রী উদয়নের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল ব্লক সভানেত্রী
অনন্ত মহারাজকে আক্রমণ

সামনে লোকসভা নির্বাচন। বিজেপি অনন্ত মহারাজকে রাজ্যসভায় প্রার্থী করেছে সেকারণেই কি এবার ঘটা করে পঞ্চানন বর্মার তিরোধান দিবস উদযাপন অনুষ্ঠান হচ্ছে? এই প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহসভার বলেন, ‘কিছুদিন আগে ঘটে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের ফল ও ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল সবটা বুঝিয়ে দিয়েছে। অনন্ত মহারাজ হলেন স্বঘোষিত মহারাজ… ওঁর পাশে লোক নেই সেটা ধূপগুড়ির ফল বুঝিয়ে দিয়েছে।

পৃথক রাজ্যের দাবি

কোচবিহারের গ্রেটার নেতা দীর্ঘদিন ধরেই কোচবিহারকে পৃথক রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি জানিয়ে আসছেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজকে কয়েক মাস আগেই রাজ্যসভার সাংসদ বানিয়েছে বিজেপি। বিজেপির রাজ্যসভার সাংসদ হওয়ার পরেও পৃথক রাজ্যের দাবি উঠে এসেছে। যদিও, রাজ্যসভায় পৃথক রাজ্যের ব্যাপারে প্রস্তাব তোলা হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি অনন্ত মহারাজ।

Udayan Guha : ‘কেন্দ্রীয়বাহিনীকে কাজে লাগিয়ে গুন্ডামো’, তৃণমূল কর্মীর মৃত্য়ুতে উদয়ন

ধূপগুড়ি জিতেই আক্রমণ

ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন নিয়ে নিশ্চিন্তে ছিল গেরুয়া শিবির। এরপরেই প্রায় সাড়ে চার হাজার ব্যবধানে এই কেন্দ্রটি ছিনিয়ে নেয় তৃণমূল। উত্তরবঙ্গে বিজেপির আধিপত্য নিয়ে এরপর থেকেই কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের শাসক দল। আগামী লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন শাসক দলের নেতারা। ধূপগুড়ি জেতার পরেই আক্রমণের মাত্রা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *