BJP West Bengal: ‘দেব-নুসরত-সায়নী আগে ভালো ছিল, তারপর…’, বিস্ফোরক মন্তব্য তারকা বিধায়কের – bjp mla hiran chatterjee criticized tmc mp actor dev nusrat jahan and saayoni ghosh on corruption issue


নিয়োগ দুর্নীতি থেকে নানা অনিয়ম বেনিয়মে নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের। যদিও পঞ্চায়েত ভোটের ফল হোক বা গত সপ্তাহের উপ নির্বাচন, ভোটবাক্সে তার খুব একটা প্রভাব পড়েনি তা স্পষ্ট। কিন্তু, এই নিয়ে এখনও তোপ দেগে চলেছে তৃণমূল। এবার আরও একধাপ এগোলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। নাম করেই আক্রমণ করলেন, দেব-নুসরত-সায়নীকে।

খড়গপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তৃণমূলে যোগ দেওয়ার আগে দেব-নুসরত-সায়নী ঘোষেরা ভালো ছিলেন। এছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ ছিল না। যে মুহূর্তে তাঁরা তৃণমূলে যোগ দিলেন, তাঁদের বাধ্যতামূলকভাবে চুরির ভ্যাকসিন নিতেই হল। এটা তৃণমূলের ভ্যাকসিন, নিতেই হয় সেই লিস্টে প্রথম নাম লেখালেন দেব, তারপর নাম লিখিয়েছেন সায়নী ঘোষ, তারপর নাম লিখিয়েছেন নুসরত জাহান। তাঁদের নেতা মন্ত্রীরাও এখন জেলে আছে। তৃণমূল করলে চুরি করতেই হবে।’

Ruplekha Mitra : নুসরতের পর ফ্ল্যাট প্রতারণা মামলায় টলিউডের আরও এক নামী অভিনেত্রীকে তলব ED-র
প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর ইডির অফিসে তলব করা হয়েছে নুসরতকে। ফ্ল্যাট দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে দেব-সায়নীকে নানা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় সংস্থাগুলি তাদের ডেকে পাঠিয়েছিল। দীর্ঘক্ষণ ধরে চলেছে তাঁদের জিজ্ঞাসাবাদ। কেউ নিয়োগ দুর্নীতি কেউ বা গোরু পাচার মামলায় ডাক পেয়েছেন। নুসরতের পাশাপাশি একই ঘটনায় আরও এক অভিনেত্রীকেও তলব করা হয়েছে।

Nursat Jahan News : ফ্ল্যাট প্রতারণায় ED-র তলব, মুখ খুললেন নুসরত! CGO-তে যাবেন তৃণমূল সাংসদ?
স্বাভাবিকভাবেই অভিনেতা বিধায়ক আক্রমণের সুযোগ ছাড়তে রাজি নন। পাশাপাশি তাঁর সংযোজন, ‘কুণাল ঘোষ তো বার বার বলেছেন তিনি নিজের জন্য চুরি করেননি। দলের জন্য করছেন। আমি তো শ্রদ্ধা করি কুণাল ঘোষকে। তিনি নিজের জন্য কোনও সম্পত্তি করে যাননি।’

Nusrat Jahan Video : ‘ইন্টারেস্টের সঙ্গে সব টাকা দিয়ে দিয়েছি’, জানালেন নুসরত

যদিও এই প্রথম নয় টলিউডের একাধিক সতীর্থকে নিয়ে আগেই নানা অভিযোগ তুলেছেন হিরণ। মন্তব্য করেছিলেন, ‘টলিউডের ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা দুর্নীতিগ্রস্ত।’ একই জেলার সাংসদ দেবকে আক্রমণ করতেও ভাবেননি তিনি। মুখ খুলেছিলেন দেবও। বলেছিলেন, এত তথ্য থাকলে CBI-ED র কাছে যান। সেই তরজা চলছে আজও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *