Civic Volunteer: শাসকদলের প্রস্তাব না মানায় চরম ‘সাজা’, চাকরি গেল BJP প্রার্থীর সিভিক ভলান্টিয়ার স্বামীর – nadia shantipur bjp candidate complains that his husband terminate from civic volunteer job as she did not accept tmc proposal


পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করার পর একাধিকবার শাসক দলে যোগদান করার হুমকি। কখনও টাকার প্রলোভন, কখনও প্রাণে মারার হুমকি। তাতেও রাজি না হওয়ায় এবার চাকরি থেকে বরখাস্ত করা হল BJP প্রার্থীর স্বামী সিভিক ভলান্টিয়ারকে। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নদীয়ার শান্তিপুর থানায়।

২০১৩ সাল থেকে নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য কলোনী এলাকার বাসিন্দা কার্তিক হালদার শান্তিপুর থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন। তার স্ত্রী সুপর্ণা বর্মন ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে BJPর যথেষ্ট প্রভাব রয়েছে এলাকায়। এবারের পঞ্চায়েত সমিতির নির্বাচনে ওই এলাকার BJP তরফ থেকে সমিতির টিকিটে প্রার্থী হয়েছিলেন। তিনি জয়লাভ করেছিলেন BJPর হয়ে। শান্তিপুর পঞ্চায়েত সমিতির মোট ২৯ টি আসনের মধ্যে ১৬ টি আসনে BJP জয়লাভ করে এবং ১৩ টি আসন তৃণমূলের দখলে থাকে।

Raninagar Panchayat : রানিনগর পঞ্চায়েতে স্থায়ী সমিতি গঠনে ধাক্কা রাজ্য়ের, স্থগিতাদেশ হাইকোর্টের
বোর্ড গঠন না করতে পারার আশঙ্কা করে বিভিন্নভাবে জয়ী পঞ্চায়েত সমিতির প্রার্থীদের হুমকি দেখাতে থাকে বলে অভিযোগ বিজেপির। প্রার্থী সুপর্ণা বর্মনকেও ভোটে জেতার আগের থেকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভোটে জেতার পর তৃণমূল এবং প্রশাসন যৌথভাবে তার স্বামীকে ডেকে বিভিন্নভাবে হুমকি এবং টাকার প্রলোভন দেখাতে থাকে। অভিযোগ ওঠে, ভোটের আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে BJP প্রার্থীর স্বামী সিভিক ভলান্টিয়ারকে দূরের থানায় ডিউটিতে পাঠিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি নিজেই এসে সিভিক ভলান্টিয়ারকে ডেকে তৃণমূলে যোগদানের বিষয়ে কথা বলেন বলে দাবি। অবশেষে তৃণমূলে যোগদান না করায় গত সাত তারিখে ওই সিভিক ভলান্টিয়ারকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে অভিযোগ।

Dhupguri By-Election Result 2023 : ‘শেষ হাসি বিজেপির!’ ধূপগুড়ি উপনির্বাচন নিয়ে দাবি মিতালীর, আত্মবিশ্বাসী তৃণমূল তবু…
এ বিষয়ে ওই সিভিক ভলান্টিয়ার কার্তিক হালদার বলেন, আমার স্ত্রী যেহেতু BJPর সমিতি পদপ্রার্থীদের জয়লাভ করেছে সেই কারণেই শাসক দল এবং প্রশাসনের তরফ থেকে দফায় দফায় হুমকি দেখায় আমাদের। প্রশাসনের তরফ থেকেও আমাকে ডেকে বলা হয় তৃণমূলে যোগদান করার কথা। যেহেতু আমরা ওই কথাতে রাজি হয়নি সেই কারণেই রাজনৈতিক ষড়যন্ত্র করে আমার চাকরিটা নিয়ে নিল প্রশাসন। এ বিষয়ে এসপি সাহেবকে একটি লিখিত অভিযোগ করেছেন সিভিক ভলান্টিয়ার।

অন্যদিকে,চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে BJPর সমিতির প্রার্থী সুপর্ণা বর্মন বলেন, ‘আমি সমিতির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোর পর থেকেই বিভিন্ন দিক থেকে হুমকি আসছিল। ভোটে জেতার পর প্রশাসন এবং শাসক দলের তরফ থেকে দফায় দফায় প্রাণে মারার হুমকি এবং টাকার প্রলোভন দেখানো হচ্ছিল। আমরা রাজি না হওয়ায় অবশেষে আমার স্বামী চাকরিটা চলে গেল।’
TMC Group Clash:দলের জেলা মহিলা সভানেত্রী ও তাঁর অনুগামীদের মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, রায়গঞ্জে তুলকালাম
তৃণমূলের তরফ থেকে রাজনৈতিক ষড়যন্ত্রের কথা অস্বীকার করে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, তিনি একমাস ধরে কোথায় ছিলেন কেন ডিউটি করেননি। যদি প্রশাসনিক চাপে এবং শাসকদলের ভয়ে ডিউটি না করে থাকেন তাহলে আগে কেন অভিযোগ জানায়নি। যেহেতু এক মাস ধরে কাজ করেন তিনি সেই কারণে প্রশাসনিক নিয়মেই যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে।। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আর BJP থেকে যে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন।

Yash Dasgupta News : যশ কি এখনও BJP-তেই? নুসরতের ED তলবের মাঝে মুখ খুললেন গেরুয়া শিবিরের নেতারা
ঘটনার প্রতিবাদ জানিয়ে BJP সংসদ জগন্নাথ সরকার বলেন, শান্তিপুর থানার ওসি তৃণমূলের প্রমোশন নিয়ে এসেছেন। এর আগেও আমরা একাধিক বার বলেছি তিনি তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন। একজন প্রশাসনের আধিকারিক হিসেবে কিভাবে শাসক দলে যোগদানের জন্য চাপ সৃষ্টি করেন। এই ঘটনা নিয়ে বড় পদক্ষেপে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
BJP West Bengal News : Facebook-এ অনুপমের ছবি, BJP কর্মীকে ‘খতম’-এর হুমকি! যত কাণ্ড বীরভূমে
অন্যদিকে, ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন রানাঘাট জেলা পুলিশ সুপার ডক্টর কে কান্নান। তিনি বলেন সিভিক ভলান্টিয়ার একটি টেম্পোরারি কাজ। সেখানে ডিউটি না করলে স্বাভাবিকভাবেই চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। যেহেতু এক মাস ধরে ওই সিভিক ভলান্টিয়ার কাজে যোগদান করেনি সেই কারণে প্রশাসনিক নিয়ম মেনে তাকে বরখাস্ত করা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *