Jadavpur University : বাধা দেওয়া হচ্ছে কাজে: ৩ সপ্তাহেই সরব উপাচার্য, যাদবপুরে নিশানায় কিছু ছাত্র-শিক্ষক – vc of jadavpur university buddhadev sau complained that it is not convenient to work


জয় সাহা
দায়িত্ব নেওয়ার ২২ দিনের মাথায় ‘কাজ করতে অসুবিধে হচ্ছে’ বলে অভিযোগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি বুদ্ধদেব সাউ। তাঁর তির মূলত বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ও শিক্ষকের দিকে। ক্যাম্পাসে তাঁকে পড়ুয়াদের একাংশ অপমান করছেন এবং এতে কিছু শিক্ষক ‘মজা পাচ্ছেন’ বলে রবিবার দাবি করেছেন রাজ্যপাল-নিযুক্ত এই ভারপ্রাপ্ত উপাচার্য। ‘এই সময়’-কে তিনি বলেন, ‘আমার কাজ করতে অসুবিধে হচ্ছে। কাজ করতে বাধাও দেওয়া হচ্ছে।

Aliah University: রাতে অসুস্থ এক ছাত্র, ফোন তুললেন না ভিসি-রেজিস্ট্রার
ছাত্র ও শিক্ষকদের একাংশ আমার উপর চাপ তৈরি করছেন। যা আমার বা আমাদের বক্তব্য নয়, সেটাই আমার মুখ দিয়ে বলানো হচ্ছে।’ বুদ্ধদেবের সংযোজন, ‘কিছু ছাত্র, বিশেষ করে আফসু (কলা শাখার ছাত্র সংসদ)-র ছেলেমেয়েরা শিক্ষকদের সামনেই আমাকে চরম অপমান করছে। তারা কি এ ভাবে বাবা-মায়ের সঙ্গেও কথা বলে?’ এ ব্যাপারে তিনি ‘যথাস্থানে’ সব জানাবেন বলেও দাবি।

CV Ananda Bose : ‘ভ্যাম্পায়ার’-এর পালটা বোসের ‘বৌদ্ধিক সন্ত্রাস’, ‘ভয়’ দেখাল কে? নয়া চাপানউতোর
যদিও বুদ্ধদেবের বিরুদ্ধে পাল্টা ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের অনেকে। এঁদের দাবি, তিনি ক্যাম্পাস সম্পর্কে খোঁজ রাখেন না এবং নিজের ‘ঘনিষ্ঠ’দের কথা শুনে খেয়ালখুশি মতো ক্যাম্পাস পরিচালনা করেন। আফসু-র তরফে শুভদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ ভিসিকে বাধা দিচ্ছে না, অপমানও করেনি। গবেষণার জন্য, ক্লাসের জন্য ফান্ড নেই। এ দিকে আড়াই কোটি টাকা খরচ করে তিনি সেনা অফিসার নিয়োগ করবেন বলছেন!’ উল্টে শুভদীপদের দাবি, পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করছেন ভিসি।

Jadavpur University : আলুর ভূমিকা দেখতে পৃথক কমিটির সুপারিশ যাদবপুরে, পেলেন না ‘ক্লিন চিট’
এমন চলতে থাকলে তাঁকে ‘বড় ছাত্র আন্দোলনের মুখোমুখি’ হতে হবে বলেও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, ভিসির সঙ্গে দেখা করতে গেলে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে। আবার, সময় দিয়েও কথা বলছেন না তিনি। এ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সঞ্জীব প্রামাণিকের অবশ্য বক্তব্য, ‘ভিসি যিনিই হোন, ছাত্রদের মাধ্যমে তাঁর উপর প্রভাব বিস্তার করা যাদবপুরের বামপন্থীদের পুরোনো স্বভাব। এ ক্ষেত্রে কী করণীয়, সেটা ভিসিকে শিখিয়ে দেননি রাজ্যপাল?’

Jadavpur University News : ঘেরাওয়ের পর থেকে CCTV-হীন ক্যাম্পাস! UGC-কে তথ্য দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়
একাধিক দাবিদাওয়া নিয়ে গত শুক্রবার বুদ্ধদেবকে দাবিপত্র দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা। র‍্যাগিং ঠেকাতে অবিলম্বে ক্যাম্পাসে সিসিটিভি-সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা ফের মনে করিয়ে দিয়েছে জুটা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নানা ক্ষেত্রে ফান্ডিংয়ের অবস্থা যে অত্যন্ত খারাপ, দীর্ঘদিন ইসি ও ওয়ার্কিং কমিটির বৈঠক না হওয়ায় ৭৫ হাজারের বেশি টাকার প্রজেক্ট, যন্ত্র সারাই, পরিকাঠামো উন্নয়ন, ল্যাবরেটরির কাজ যে থমকে গিয়েছে, তা-ও উল্লেখ করেছে তারা। এ ভাবে চললে প্রজেক্টে আসা টাকা সরকারি তহবিলে ফিরে যাবে বলে আশঙ্কা সংগঠনের। থমকে পদোন্নতিও।

Jadavpur University : বহু প্রশ্নেই যাদবপুরের সদুত্তর পেল না ইউজিসি
অন্যদিকে, গত সপ্তাহে ইউজিসি-র টিমের সামনেই সহ-উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের এক ইসি মেম্বার অপমান করেছেন বলে অভিযোগ জুটার। যা নিয়ে তাদের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন বুদ্ধদেব। ভিসির কথায়, ‘কেউ যদি মিটিংয়ের মধ্যে অপমানিত হন, তা হলে তিনি সেখানেই প্রতিবাদ করলেন না কেন?’ জুটা আবার জানিয়েছে, বৈঠকেই এর প্রতিবাদ করেন একটি শাখার ডিন।

CV Ananda Bose : আচার্যের ভূমিকার প্রতিবাদ, রাজভবনের সামনে অবস্থান
উপাচার্যের বক্তব্য, ‘এখন একটা ক্রাইসিস চলছে। তার মধ্যে যত পুরোনো ইস্যু তুলে এনে সমাধান চাইছেন শিক্ষকদের একাংশ। এটা কি সময়োচিত দাবি?’ পাল্টা জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের দাবি, ‘কোনও তাড়াহুড়ো করা হয়নি। সমস্যা আছে বলেই দাবি উঠেছে। সেই দাবি নতুন উপাচার্যকে জানানো হয়েছে। এমনিতেই বিভিন্ন বিভাগে ৪০ শতাংশ টাকা খরচ করা যাচ্ছে না। তারপর যদি যাবতীয় কেনাকাটা, প্রজেক্টের বরাদ্দ বন্ধ থাকে, তা হলে সেই অর্থ সরকারি তহবিলে ফিরে যাবে। এ নিয়ে কথা বলা অন্যায়?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *