Kolkata Kidnapping Case : স্কুলের সামনে দাঁড়াল বাইক, পড়ুয়াকে টেনে তুলে হাওয়া! শহরে নাটকীয় অপহরণ – student kidnapped in front of the school in kolkata


শহর কলকাতায় ছাত্রকে অপহরণের অভিযোগ। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে শহরের লেক থানা এলাকার সেলিমপুরে। সন্ধে পর্যন্ত ওই ছাত্রের কোনও খোঁজ মেলেনি বলেই জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট স্কুল তো বটেই, সমগ্র এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ, সোমবার দুপুরে লেক থানা এলাকায় স্কুলের সামনে থেকেই একাদশ শ্রেণির ওই ছাত্রকে বাইকে করে তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃত ছাত্রের বাড়ি সেলিমপুরে। এই বিষয়ে, ওই স্কুলের পড়ুয়াদের একাংশ জানাচ্ছে, এদিন দুপুর সাড়ে তিনটেয় স্কুল গেট থেকে বেরতেই একাদশ শ্রেণির ওই ছাত্রকে ঘিরে ধরে ১০ থেকে ১২ জনের একটি দল। অপহরণকারীদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল হেলমেটে। তারা ওই ছাত্রকে জোর করে বাইকে তোলার চেষ্টা করে। যা দেখতে পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করে ওই ছাত্রে সহপাঠীরা। কিন্তু শক্তিতে অপহরণকারীদের সঙ্গে এঁটে উঠতে পারেনি স্কুলের ছাত্ররা। কার্যত ওই ছাত্রকে টেনে হিঁচড়ে বাইকে চাপিয়ে চম্পট দেয় অপহরণকারীরা।

Kasba Student Death: প্রজেক্ট জমা দিতে না পারায় মানসিক চাপ? কসবায় স্কুলে ঝাঁপ দিয়ে মৃত্যু পড়ুয়ার
এই বিষয়ে প্রত্যক্ষদর্শী পড়ুয়ারা জানাচ্ছে, দুপুর সাড়ে তিনটে নাগাদ স্কুল থেকে বেরিয়েছিল ওই পড়ুয়া। সেই সময়ই তাকে ঘিরে ধরে কয়েক জন। মারধর শুরু করে। পড়ুয়াদের দাবি, এর পর ওই ছাত্রকে বাইকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। স্কুলের সামনের একটি দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া গিয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

প্রকাশ্য দিবালোকে এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে পড়ুয়াদের অভিভাবক ও অভিভাবিকাদের মধ্যে। ঠিক কী কারণে এই অপহরণ, তা এখনও স্পষ্ট নয় স্কুল কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি বিষয়টি ঘিরে ধোঁয়াশায় পুলিশও। এক্ষেত্রে পারাবারিক কোনও শত্রুতার কারণেই ওই পড়ুয়াকে অপহরণ করা হয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।

Ragging Case: যাদবপুর কাণ্ডের পর এবার স্কুলে র‌্যাগিং! বন্দুক দেখিয়ে নির্যাতনের অভিযোগ
পড়ুয়াকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় মিত্র। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘স্কুলের ছাত্ররা জানিয় যে, স্কুলের বাইরে রাস্তায় ওই ছাত্রকে সাত-আট জন মিলে প্রথমে মারধর করেন। তার পর তাকে বাইকে তুলে নিয়ে চলে যায়। পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ খতিয়ে দেখছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *