West Bengal Weather: মঙ্গলে আবহাওয়ায় আসবে বড় বদল, ফের নয়া ঘূর্ণাবর্তের আভাস – west bengal and kolkata rain update there is a possibility of a very small spell of rain in both part of bengal


Kolkata Rain: একবার মেঘ, একবার চড়া রোদ। বৃষ্টি রোদের খেলায় রবিবার কাটার পর সোমে শুরু নতুন সপ্তাহ। পুজোর আগে মাটি হওয়া উইককেন্ডের পর কেমন যাবে সপ্তাহের প্রথম দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ আবহাওয়ায় তেমন বদল না হলেও মঙ্গলবার থেকে বড় হাওয়া বদলের সম্ভাবনা।

আবারও কী বৃষ্টিতে ভাসার সম্ভাবনা?

গত সপ্তাহে একাধিক দিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গই ভেসেছে বৃষ্টিতে। তবে সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস থাকলেও গতকাল অর্থাৎ রবিবার তেমন বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ছিঁটেফোঁটা বৃষ্টিতে ভিজেছে রবিবার। বৃষ্টি কমতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। তবে মঙ্গলবার বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এর জেরে আগামীকাল মঙ্গলবার অথবা বুধবার থেকে ফের বৃষ্টি নামতে পারে উত্তর ও দক্ষিণের জেলা গুলিতে।
Dengue Death : ডেঙ্গির বলি কিশোরী, প্রাণ গেল পুলিশেরও

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সোমবারের সকাল হতে না হতেই মাথার উপরে চড়া রোদ। যার জেরে সকাল সকাল গরমে অতিষ্ঠ শহরবাসী। স্কুল-কলেজ, অফিসের পথে সপ্তাহের প্রথমদিনই ঘর্মাক্ত কলেবর। রোদের তীব্র তেজ এদিন দিনভর থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ বিকেলের দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা কয়েক ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে।

Abhishek Banerjee: ইন্ডিয়া জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠকের দিনই ডাক ইডির, মোদীকে সরাসরি আক্রমণ অভিষেকের
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.১ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনভর শহরে বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।

Transgender Certificate: তৃতীয় লিঙ্গভুক্তদের জন্য বড় ঘোষণা, বৈধ মেডিক্যাল শংসাপত্রেই মিলবে আইডি কার্ড
এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭৫ শতাংশ। আপাতত বুধবার পর্যন্ত কলকাতাতে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে ছিঁটেফোটা বৃষ্টি হলেও হতে পারে শহরে।

দক্ষিণবঙ্গে কি আজ বৃষ্টি হবে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত কয়েক দিনের থেকে আজ গরম বাড়বে দক্ষিণবঙ্গে। তবে আগামী দিনে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়লেই কমবে তাপমাত্রা। তবে সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া এবং দুই মেদিনীপুরে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন।

LIVE: বৃষ্টি থামতেই চড়চড়িয়ে চড়ছে পারদ! রবিবারে দিনভর কেমন থাকবে আবহাওয়া?

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু, তবে উত্তরে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঘূর্ণাবর্ত ঘনীভূত হলে হালকা বৃষ্টি হলে হতে পারে উত্তরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *