DM Of West Bengal : মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের মাঝেই বর্ধমান,হাওড়া-হুগলি, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় DM বদলি, তালিকায় বহু IAS-WBCS – several district magistrate reshuffled in between mamata banerjee foreign tour


মন্ত্রিসভার পর এবার প্রশাসনিক স্তরে বদল। মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের মাঝেই মোট ১২ জন জেলাশাসককে রদবদল করা হল। এছাড়াও বেশ কিছু সরকারি উচ্চ পদেও রদবদল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

CV Ananda Bose Latest News : বোসের ‘রহস্যময়’ চিঠি পায়নি রাজ্য, তৃণমূলের দাবি ঘিরে শোরগোল

উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রদবদল

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১২ টি জেলার জেলাশাসক পদে রদবদল করা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাশাসককে নিয়ে আসা হয়েছে দক্ষিণবঙ্গের জেলার দায়িত্ব দিয়ে। আবার দক্ষিণবঙ্গের অনেক জেলাশাসককে পাঠানো হয়েছে উত্তরের জেলার দায়িত্ব দিয়ে।

Mamata Banerjee on Panchayat Violence : ‘ইয়েস… আমি একদিকে অ্যাগ্রেসিভ, মা দুর্গার সাধক’

কোন কোন জেলায় রদবদল?

হাওড়া জেলার জেলশাসক হিসেবে নিয়োগ করা হল আইএএস দীপপ প্রিয়াকে। আইএএস মুক্তা আর্যকে করা হল হুগলি জেলার জেলাশাসক। উত্তর ২৪ পরগনার জেলাশাসক সামা পারভীনকে জলপাইগুড়ি জেলার জেলাশাসক হিসেবে নিযুক্ত করা হল। ডঃ প্রীতি গোয়েলকে দার্জিলিং জেলাশাসক হিসেবে নিযুক্ত করা হল। দার্জিলিং জেলার পূর্ববর্তী জেলা শাসক আইএএস পোন্নবালামকে পাঠানো হল পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক হিসেবে।

আরও রদবদল

পশ্চিম বর্ধমান জেলার বর্তমান জেলা শাসক অরুণ প্রসাদকে পাঠানো হল নদিয়া জেলার জেলাশাসক হিসেবে। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক সিয়াদ এনকে বাঁকুড়া জেলার জেলাশাসক পদে পাঠানো হল। বাঁকুড়া জেলার জেলাশাসক ছিলেন রাধিকা আইয়ার। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে পাঠানো হল কোচবিহার জেলার জেলাশাসক হিসেবে। কোচবিহার জেলার পূর্ববর্তী জেলাশাসক পবন কাদিয়ানকে স্থানান্তর করা হয়। তাঁকে অর্থ দফতরের বিশেষ সচিব করে আনা হয়।

Nabanna : উন্নয়মূলক কাজের জন্য অর্থ বরাদ্দ, বাংলা পেল ৯৯০ কোটি
পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সাংলাকে পাঠানো হল ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স দফতরের স্পেশাল সেক্রেটারি করে। জলপাইগুড়ির জেলার জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে স্বাস্থ্য দফতরের সেক্রেটারি করে পাঠানো হল। নদিয়া জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠিকে পর্যটন দফতরের বিশেষ সচিব করে আনা হল। অন্যদিকে, বাঁকুড়া জেলার জেলাশাসক রাধিকা আইয়ারকে কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের প্রোজেক্ট ডিরেক্টর করা হল।

মন্ত্রিসভাতেও রদবদল

সোমবারই বিদেশ সফর যাওয়ার আগে মন্ত্রিসভায় রদবদল করে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য সংস্কৃতি ও কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে পর্যটন দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হয়। সমবায় দফতরকে অরূপ রায়ের হাত থেকে নিয়ে দেওয়া হয় পঞ্চায়েত দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদারকে। শুধুমাত্র তথ্য ও প্রযুক্তি দফতরে রেখে দেওয়া হয় বাবুল সুপ্রিয়কে। জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতরের সঙ্গে দেওয়া হয় শিল্প পুনর্গঠন দফতর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *