Duare Doctor: জঙ্গলমহলে ‘দুয়ারে ডাক্তার’, শিবিরে মিলছে কোন কোন পরিষেবা? জেনে নিন – bakura fulkushma people become happy after getting duare doctor service at door step


Bankura News: দুয়ারে সরকার,দুয়ারে রেশনের পর এবার জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় পৌঁছল দুয়ারে ডাক্তার। বিভিন্ন বিভাগের চিকিৎসা পরিষেবা দিতে প্রত্যন্ত গ্রামের রোগীদের কাছে পৌঁছল বাঁকুড়া মেডিক্যাল কলেজের অভিজ্ঞ চিকিৎসক দল। বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলের ফুলকুশমা দেখল নিজের গ্রামে একদিনের জন্য পুরো বাঁকুড়া মেডিক্যাল কলেজকে। অভিজ্ঞ চিকিৎসক দলের কাছে থেকে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি জঙ্গলমহল।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে ৭০ কিমি দূরে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম ফুলকুশমা। এই সমস্ত এলাকার মানুষ রোগের জ্বালায় অনেক কষ্ট করে ছুটে যেতে হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজে। এবার রোগীদের দরজায় এসে পৌঁছে গেলে বাঁকুড়া মেডিক্যালের চিকিৎসক দল।

Duare Doctor : চিকিৎসার স্বার্থে রাজ্যে ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচি, ভূয়সী প্রশংসায় বিজেপি
মঙ্গলবার সকালে শাল, পিয়াল, মহুয়ার জঙ্গলের রাস্তা ধরে ফুলকুশমায় পৌঁছয় বাঁকুড়া মেডিক্যালের বিভিন্ন বিভাগের চিকিৎসক দল। ফুলকুশমা স্বাস্থ্য কেন্দ্রে অস্থায়ী ক্যাম্প করে মেডিসিন, নিউরো, হার্ট, চক্ষু, শিশু, স্ত্রী রোগ সহ ১৫ টি বিভাগের ৪২ জন চিকিৎসক পরিষেবা দেওয়ার কাজ শুরু করে দেয়। চিকিৎসক দল আসছে গ্রামে খবর পেয়ে বিভিন্ন রোগের অসুবিধা নিয়ে ভিড় জমায় স্থানীয় মানুষজন। টিকিট কেটে বিভিন্ন রোগের পরিষেবা পেলেন চিকিৎসা করাতে আসা স্থানীয় মানুষজন। শুধু চিকিৎসা পরিষেবা নয়, এই পরিষেবার পাশাপাশি রক্ত পরীক্ষা, ইসিজি ও মেডিসিন পরিষেবাও দেওয়া হয় এদিনের দুয়ারে ডাক্তার শিবির থেকে।

Bankura News : ‘ভুতুড়ে’ বাড়িতে রোগীদের চিকিৎসা! সিমলিপালের স্বাস্থ্যকেন্দ্রে ‘ভয়’-এর পরিবেশ
যারা এতদিন চিকিৎসকের কাছে ছুটে যেত সেই চিকিৎসক দল গ্রামে আসাতে খুশি গ্রামের মানুষজন। দুয়ারে ডাক্তার ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা পেয়ে ভীষণ ভাবে খুশি প্রত্যন্ত এলাকার বাসিন্দারা।মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের একদিনের ‘দুয়ারে ডাক্তার’ এই সমস্ত এলাকার মানুষের অনেক সুবিধা হয়েছে।

Birbhum School News : পড়ুয়ার স্বার্থে ‘দুয়ারে বিদ্যালয়’! পথ দেখাচ্ছে সিউরির সরকারি স্কুল
বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডা: সপ্তসী চট্টোপাধ্যায় জানান, ‘দুয়ারে সরকার যে প্রকল্প শুরু হয়েছে তার অঙ্গ হলো এই দুয়ারে ডাক্তার প্রকল্প, অত্যন্ত এই ফুলকুসমার মানুষ কষ্ট করে কিলোমিটার চিকিৎসা করানোর থেকে আমরাই সিদ্ধান্ত নিলাম পুরো মেডিকেল কলেজ কে নিয়ে এখানে আসব। এতে মানুষের অনেকটাই সুবিধা হবে বলে তার মনে হয়।’ বর্তমান রাজ্য সরকারের এই কর্মসূচিতে ভর্তি হয়েছেন জঙ্গলমহলের খেটে খাওয়া আমজনতা। এই উদ্যোগে অনেকটাই আশার আলো দেখছেন তারা।এখন শুধু দেখার বিষয় চিকিৎসা পরিষেবা কী রূপে পেয়ে থাকে এই এলাকার মানুষজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *