Jangipur College TMCP : পড়ুয়াদের বেদম মার প্রাক্তনীদের! TMCP-র দ্বন্দ্বে তোলপাড় মুর্শিদাবাদের কলেজ – tmcp two groups involved in clash inside murshidabad jangipur college


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেইন হস্টেলে পড়ুয়ামৃত্যুর ঘটনায় প্রাক্তনীদের ভূমিকা তোলপাড় ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। সেই ঘটনার একমাস কাটতে না কাটতেই মুর্শিদাবাদের কলেজে প্রাক্তনীদের তাণ্ডব। তৃণমূলের ছাত্র পরিষদের সমর্থক প্রাক্তন পড়ুয়ারা কলেজে ঢুকে তাণ্ডব চালাল। ভাঙচুর করা হয়েছে কলেজের সম্পত্তি, এমনটাই অভিযোগ। এমনকী কলেজের অধ্যাপকদের ঘরে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। TMCP সমর্থক বর্তমান পডু়য়াদের মারধর করার অভিযোগ উঠেছে প্রাক্তনীদের বিরুদ্ধে। জঙ্গিপুর কলেজে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

Jadavpur University News : ২৪ ঘণ্টা ‘সময়’ প্রাক্তনীদের! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল নিয়ে কঠোর অবস্থান হাইকোর্টের
মঙ্গলবার TMCP-র প্রাক্তন ও বর্তমান দুই ছাত্র সংগঠনের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজ। বর্তমান ছাত্র সংসদের সদস্যদের অভিযোগ, বগিরাগতরা মদ্যপ অবস্থায় কলেজে ঢুকে তাণ্ডব চালিয়েছে। তাদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় জঙ্গিপুর কলেজ।

Jawaharlal Nehru University : JNU-তে বিশেষভাবে সক্ষম পড়ুয়াকে মারধর, অভিযোগ এবিভিপির দিকে
স্থানীয় সূত্রে জাানা গিয়েছে, দুপুরে প্রায় ৩০-৪০ জন বহিরাগত কলেজে ঢুকে পড়ুয়াদের মারধর করে বলে অভিযোগ। এমনকী ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। বর্তমান ছাত্র সংসদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বহিরাগতরা বিনা প্রয়োজনে কলেজে আনাগোনা করছে। অধ্যক্ষকে জানানো হলেও তিনি কোন উদ্যোগ নেননি বলেই তাঁদের অভিযোগ। এমনকী বহিরাগতদের মদত দেওয়ায় অভিযোগ উঠেছে অধ্যক্ষদের বিরুদ্ধে।

Rana Roy Jadavpur University : যাদবপুরের রেজিস্ট্রারকে ‘খুন’-এর হুমকির অভিযোগ! কলেজে এসে রানা বললেন…
কলেজের ছাত্র সংসদের অভিযোগ, মঙ্গলবার বহিরাগতরা কলেজে ঢুকে গণ্ডগোল করে। তাঁরা কলেজের প্রাক্তনী বলে জানা গিয়েচছে। বর্তমান ছাত্র সংসদের সদস্যদের উপর চড়াও হয়। শুরু হয় হাতাহাতি। এরপই বহিরাগতরা কলেজে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার পর অভিযোগকারীরা অধ্যক্ষকে ঘেরাও করে রাখে। দোষিদের শাস্তির দাবি জানায়। যাদবপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে, কলেজ কর্তৃপক্ষ কেন প্রাক্তনীদের কলেজে প্রবেশ বন্ধ করতে পারল না, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

কলেজে বর্তমান পড়ুয়া ও ছাত্র সংসদের এক সদস্য বলেন, ‘কলেজের উন্নয়নের জন্য আমরা প্রতিনিয়ত ভালো কাজ করার চেষ্টা করছি। সেখানে প্রাক্তনী ও বহিরাগতরা ঢুকে কলেজের বর্তমান পড়ুয়াদের মারধর করল। ছাত্র সংসদের সাধারণ সম্পাদককে মারধর করা হয়েছে। বহিরাগতরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে একাধিকবার জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। কী করে এমন ঘটনা ঘটতে পারে! আমরা অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি চায়। কলেজের পডুয়ারা এতে খুবই আতঙ্কে রয়েছেন। কর্তৃপক্ষ ব্যবস্থা নিক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *