Lok Sabha Election : ভোটার তালিকায় ত্রুটি নয়: কমিশন – national election commission has issued an advance warning to the district magistrates to prevent manipulation of the voter list


এই সময়: লোকসভা ভোট আগামী বছর। তার আগে ভোটার তালিকায় কারচুপি রুখতে জেলাশাসকদের আগাম সতর্ক করে দিল জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা ভোটের প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে বাংলায় এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার পদমর্যাদার দুই আধিকারিক। সোমবার কলকাতার একটি হোটেলে সব জেলাশাসকের সঙ্গে তাঁরা বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে, তাতে কোনও রকম ত্রুটি থাকা চলবে না। সংশোধিত ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। সেই জন্য নির্বাচন কমিশন জেলা নির্বাচন আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে।

India Name Change To Bharat : আমরা নাম বদলাই, ভারত শুধু ঘুমায়ে রয়
এ দিনের বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র সাউ এবং নীতিন ব্যাস জানান, ২০২৪-এর লোকসভা ভোটের জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে সব নির্দেশ দেওয়া হচ্ছে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কমিশনের নির্দেশ যেন কোনও ভাবেই লঙ্ঘন না-করা হয়। ভোটার তালিকা সংশোধনের পর আগামী ১ নভেম্বর সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে।

Lok Sabha Election 2024 Date : মেয়াদ শেষের ৬ মাস আগেই লোকসভা ভোট? মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার
২০২৪-এর ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, এমনটা ঠিক আছে। ভোটার তালিকা নিয়ে কোনও রাজনৈতিক দল যাতে অভিযোগের আঙুল তুলতে না-পারে, সেই ব্যাপারে সতর্ক হয়ে এগোতে হবে। বুথগুলোকে এখনই চূড়ান্ত করে ফেলতে হবে। সেখানকার সুবিধে-অসুবিধেগুলো সরেজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের দিন ঘোষণার পরেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করবে।

Bypoll Result 2023 : যোগীরাজ্যে BJP-কে জোর টক্কর INDIA-র, প্রথম বড় পরীক্ষায় মিলবে সাফল্য়?
ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নিয়ে এর আগে একাধিক বার সরব হয়েছে বিরোধীরা। তারা ভোটার তালিকায় মৃতদের নাম ঢুকেছে বলেও অভিযোগ করেছে। তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তাতে কোনও ত্রুটি থাকলে, তার দায় কমিশনের। আমরা চাই, ভোটার তালিকা ত্রুটিমুক্ত হোক।’ সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেন, ‘ভোটার তালিকায় কারচুপির সঙ্গে বিডিও এবং এসডিও-দের একাংশ সরাসরি যুক্ত। কমিশন ব্যবস্থা নিলে আমরা স্বাগত জানাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *