Mamata Banerjee CV Ananda Bose : দু’পক্ষই স্পিকটি নট, আলো পড়ল না মধ্যরাতের পত্র-রহস্যে – both the sender of the letter and the recipient cv ananda bose and minister mamata banerjee mained silent


এই সময়: পার হয়ে গেল ৪৮ ঘণ্টা। কিন্তু মধ্যরাতে লেখা চিঠির বিষয়বস্তু সেই আঁধারেই রয়ে গেল। চিঠির প্রেরক রাজ্যপাল সিভি আনন্দ বোসও বললেন না কিছু। আর চিঠির গ্রহীতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানালেন না তার বিষয়বস্তু। ফলে শনিবার মধ্যরাতে যে পত্র-রহস্যের সূচনা হয়েছিল, তা কাটল না সোমবারেও।

Mamata Banerjee: ‘ব্যক্তিগত, প্রকাশ করব না!’ রাজ্যপালের পাঠানো চিঠি নিয়ে মন্তব্য মমতার
যদিও চিঠি প্রসঙ্গে এদিন মুখ খুলেছেন দু’জনেই। আনন্দ বোস জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রার আগে তাঁকে চিন্তায় ফেলতে চান না তিনি। আর মমতা জানালেন, বিদেশযাত্রার জন্য তাঁকে ‘বেস্ট উইশেস’ জানিয়েছেন রাজ্যপাল। যে চিঠির মাধ্যমে রাজ্যপাল ‘অ্যাকশন’ নেবেন বলেছিলেন, প্রশ্ন উঠছে, তাতে কি শুধুই বেস্ট উইশেস? যদিও মমতার বক্তব্য, গোপন চিঠির বিষয় প্রকাশ্যে না আনাই উচিত। রাজ্যপালের দাবি, তিনি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকেও। বলা বাহুল্য, দিল্লি থেকেও প্রকাশ্যে আসেনি বোসের চিঠির নির্যাস।

CV Ananda Bose Latest News : ‘এখনই দুঃশ্চিন্তায় ফেলছি না…’, মুখ্যমন্ত্রীর উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের
আজ, মঙ্গলবার স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে সোমবার বিকেলে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁর সফরসূচি জানানোর পরই ওই চিঠি নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। মুখ্যমন্ত্রী কিছুটা হালকা সুরেই বলেন, ‘না না, সেরকম কোনও চিঠি দেননি। আমি বাইরে যাচ্ছি, তাই শুভ কামনা জানিয়েছেন। তা একান্তই ব্যক্তিগত।’ মমতার সংযোজন, ‘ব্যক্তিগত চিঠি আমি প্রকাশ্যে আনতে পারি না। এটা একটা গোপন বিষয়। এর সঙ্গে সরকারের কোনও সম্পর্কই নেই।’ বিশেষজ্ঞদের প্রশ্ন, সরকারের সঙ্গে যার কোনও সম্পর্ক নেই, তেমন চিঠি রহস্যের মোড়কে রাজ্যপাল পাঠালেন কেন?

CV Ananda Bose Latest News : বোসের ‘রহস্যময়’ চিঠি পায়নি রাজ্য, তৃণমূলের দাবি ঘিরে শোরগোল
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপালও। স্বাভাবিক ভাবেই তাঁকেও ওই চিঠি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রথমে বোস জানান, তিনি চান, গোপন কথা গোপনই থাকুক। এর পরেই রাজ্যপাল বলেন, ‘মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন। তার আগে আমি তাঁকে কোনও টেনশন দিতে চাইনি। আমি চাই না, তিনি কোনও দুশ্চিন্তা সঙ্গে নিয়ে যান। তিনি বিদেশ সফর সেরে ফিরলে আমরা এটা নিয়ে আলোচনা করব।’

West Bengal Cabinet Reshuffle : মন্ত্রিসভার রদবদল নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত! বোসের ‘গাফিলতি’-তে ক্ষুব্ধ নবান্ন
বর্তমানে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক ঠিক কেমন, তা এখন জলের মতো পরিষ্কার। রাজ্য ও রাজভবনের সংঘাত গত কয়েক সপ্তাহে রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সেই সংঘাত আরও খোলাখুলিভাবে সামনে এসে পড়েছে। তাঁকে নিয়ে রাজ্যের শাসক দলের কটাক্ষের জবাব দিতে গিয়ে শনিবার রাজ্যপাল কার্যত রাজ্যকে হুঁশিয়ারি দিয়েই বলেছিলেন, ‘মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন কী করি।’ এই রকম এক হুঁশিয়ারির পরে তিনি শেষে পাঠালেন শুভ কামনার চিঠি–এমনটই গুঞ্জন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে।

Governor Of West Bengal : ‘মধ্যরাতের অ্যাকশন!’ দুই গোপন চিঠিতে সই রাজ্যপাল বোসের
রাজ্যপালের হুঁশিয়ারির পর থেকে বিভিন্ন মহলেই কৌতূহল ছড়িয়েছিল। তার দু’দিন পরে চিঠির রহস্য সেই রহস্যই রয়ে গেল। স্বাভাবিক ভাবেই নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সিপিএম নেতৃত্বও চিঠির বিষয় প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন। এর আগে জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল থাকাকালীন বিবৃতি যুদ্ধের সঙ্গে সঙ্গে পত্র-যুদ্ধও নেহাত কম হয়নি। তখন অবশ্য দু’পক্ষই চিঠি সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন। এখন প্রশ্ন উঠছে, প্রকাশ্যে ঘোষণা করে এমনকী কোন চিঠি দিলেন বোস, যা প্রকাশ্যে আনছেন না কোনও পক্ষই?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *