কী ঘটনা ঘটেছে?
স্থানীয় এক সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় উত্তেজনা। ঘটনাটি ঘটেছে অন্ডালের সিদুলি সিপিআই পার্টি অফিসের কাছে। ঘটনাস্থল থেকে উদ্ধার একটা তাজা কার্তুজ। গুরুতর আহত সিপিএম নেতাকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর কী জানা যাচ্ছে?
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ অন্ডালের সিদুলি এলাকার সিপিআই পার্টি অফিসের কাছে নিজের স্করপিও গাড়িতে চাপার সময় হঠাৎ করে বাইক নিয়ে কয়েকজন দুষ্কৃতী এসে এলোপাথাড়ি গুলি চালায় বুদ্ধদেব বাবুকে লক্ষ্য করে। বুদ্ধদেব বাবু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, বুদ্ধদেব সরকারকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চলে। তাঁকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষুব্ধ সিপিএম নেতৃত্ব
বুদ্ধদেব সরকার এলাকায় সিপিআইএম নেতা বলেই পরিচিত। তিনি বর্তমানে বল্লভপুর পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মী হিসেবে কাজ করেন। ভর সন্ধ্যায় এভাবে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়াই এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করছে অন্ডাল থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তার খোঁজ করা হচ্ছে। যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয় এক সিপিএম নেতা জানান, বুদ্ধদেব সরকার নামে ওই সিপিএম নেতা স্থানীয় বাম শ্রমিক সংগঠনের নেতা। তিনি বল্লভপুর পঞ্চায়েতের কর্মী হিসাবে কাজ করেন বলে জানান হয়। কোলিয়ারি বাম শ্রমিক সংগঠনের শক্তি বৃদ্ধি হওয়ায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
সিপিএমের উপর আক্রমণ
পঞ্চায়েত নির্বাচনের মাঝেই সিপিএমের নেতা কর্মীদের উপর আক্রমণের অভিযোগ করা হয়েছিল তাঁদের দলের তরফে। উত্তর দিনাজপুরের চোপড়ায় দুইজন সিপিএম কর্মীকে হত্যা করা হয় বলে অভিযোগ জানানো হয়। এছাড়াও পঞ্চায়েত নির্বাচন চলাকালীন একাধিক সিপিএম নেতা কর্মীর উপর আক্রমণ করার অভিযোগ তোলা হয়েছিল। ফের এক সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় নতুন করে অশান্তি ছড়াল।