Purba Bardhaman News : সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের শিকার? বর্ধমানে মর্মান্তিক মৃত্যু ৩ শ্রমিকের, অসুস্থ ২ – three labours expired working in septic tank at madhabdihi purba bardhaman


নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে মৃত্যু তিন শ্রমিকের। মর্মান্তিক ঘটনা পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি এলাকায়। আরও দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। মৃত শ্রমিকের নাম জয়দেব মাল (৩৫),আকাশ সাঁতারা (২৭),সুন্দরম মালিক(১৯)। একইসঙ্গে জগন্নাথ মালিক ও অনুপ মালিক নামে ২ জন অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে।

Bardhaman News : শ্মশানে আলো পৌঁছে দিলেন মালেক শেখ, মেটাবেন বিলও
কী ঘটনা ঘটেছে?

পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার বড়বৈনান কয়ালপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বড়বৈনানের কয়ালপাড়ার বাসিন্দা জয়ন্ত মালিকের নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কের কাজ করতে নামেন বাঁকুড়ার বাসিন্দা রাজমিস্ত্রী জয়দেব মাল। দীর্ঘ সময় কেটে গেলেও তাঁর সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। কী হলো দেখতে একে একে আকাশ সাঁতরা, সুন্দরম মালিক, জগন্নাথ মালিক ও অনুপ মালিকও সেপটিক ট্যাঙ্কে নামেন।

Purba Bardhaman News : নিখোঁজ স্কুল শিক্ষকের দেহ উদ্ধার কালনায়, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
এরপর কী হল?

স্থানীয়রা জানাচ্ছেন, সকলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ স্থানীয় সহযোগীতায় তাঁদের উদ্ধার করে মাধবডিহি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই জয়দেব মাল, আকাশ সাঁতরা ও সুন্দরম মালিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে, অসুস্থ অবস্থায় জগন্নাথ মালিক ও অনুপ মালিক চিকিৎসাধীন।

Odisha Train Accident: ‘প্রবাসে দৈবের বশে’ এত পরিযায়ী শ্রমিক কেন?

পুলিশ কী বলছে?

পুলিশের প্রাথমিক অনুমান বিষাক্ত কোনো গ্যাসের প্রভাবেই এই ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের পরই তা স্পষ্ট করে বলা যাবে। ইতিমধ্যেই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে। তবে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একযোগে তিন শ্রমিকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শ্রমিকের মৃত্যু

রাজ্যের মাঝেমধ্যে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেক সময় এ রাজ্যের কর্মস্থলে প্রাণ হারাচ্ছেন, আবার পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েও প্রাণ যাচ্ছে শ্রমিকদের। কিছুদিন আগেই মিজোরামে কাজ করতে গিয়ে প্রাণ যায় বাংলার শ্রমিকদের। মিজ়োরামের সাইরাংয়ে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে পড়ায় প্রাণ যায় এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। মোট ২৩ জন শ্রমিক মারা যায় বলে খবর পাওয়া যায়। এর মাঝে মালদার রতুয়ার ১৪ জন বাসিন্দা ছিলেন বলে জানা যায়। ইংরেজবাজার এলাকা থেকেও ৬-৭ জনের মৃত্যু হয় বলে জানা যায়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *