Shopping Fraud: পুজোর শপিংয়ে সাবধান! অভিজাত দোকানে বিকোচ্ছে নামী কোম্পানির নামে নকল কাপড় – complain raised at uttar 24 pargana barasat that a famous shop selling fake clothes


Durga Puja: পুজোর আর ৩৮ দিন বাকি। চলতি বছরে অক্টোবরের শেষে দুর্গাপুজো। সারাবছর ধরে বাঙালিরা এই উৎসবের জন্যই অপেক্ষা করে। পুজোর মাস তিনেক বাকি থাকতেই জোরকদমে শুরু হয়ে যায় কেনাকাটা। অনলাইনেই নয়, আদি অকৃত্রিম নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান ঘুরেও চলে শপিং। এরই মাঝে সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। নামী ব্র্যান্ডের নামে অভিজাত দোকানে বিকোচ্ছে নকল কাপড়।

শপিং প্রিয় মানুষদের জন্য সতর্কবাণী। শুধু ব্র্যান্ড দেখে নয়, কাপড়ের মান খতিয়ে দেখে কেনাকাটা করুন। সম্প্রতি সামনে আসে নামী ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে নকল কাপড় বিক্রি অভিযোগ ওঠে। এমন অভিযোগ সামনে আসে বারাসতে। উত্তর ২৪ পরগনার বারাসতের চাঁপাডালি মোড়ে এক অভিজাত দোকানে নকল কাপড় বিক্রির অভিযোগ ওঠে।

Durga Puja: পুজোর শপিং-এ গড়িয়াহাট থেকে নিউ মার্কেট! কলকাতার কোন বাজারে কত ভিড়? জেনে নিন
গ্রাহক প্রতারণা এমন অভিযোগ পেয়ে বারাসতে ওই টেলার এবং কাটপিসের দোকানে হানা দেয় ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। যদিও দোকান মালিক কর্তৃপক্ষের দাবি, তারা কোম্পানির ঘর থেকেই আসল কাপড় কিনেছেন। কিন্তু কোম্পানির কর্তৃপক্ষের দাবি, এই কাপড় গুলি বিক্রয় ও সরবরাহের কোন বৈধতা নেই। তাদের কাছ থেকে নেওয়া হয়নি বলে অভিযোগ। কোম্পানির তরফ থেকে অভিযোগ পাওয়ার পর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বারাসাত থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই দোকানে পৌঁছান। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। বারাসতের ওই দোকানে অভিযান চালিয়ে প্রচুর অবৈধ কাপড় উদ্ধার করে তদন্তকারীরা।

Kolkata Police Durga Puja: মণ্ডপে ঢোকার আগেই পুলিশ জানাবে লাইন কত বড়! দুর্গাপুজোয় নয়া চমক
জানা গিয়েছে, বারাসতে জামাকাপড় ও ছিট কাপড়ের জন্য এই দোকান অত্যন্ত জনপ্রিয়। এই কাপড়গুলি দিয়ে জামা, প্যান্ট, কোট ইত্যাদি বানানো হয়। নামী ব্র্যান্ড দেখে কাপড় কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছে বলেই তদন্তে নামে ডিস্ট্রিক্ট ফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

Bankura News : পুজোর আগে বিনামূল্যে মিলছে দামি পোশাক! তরুণদের অভিনব উদ্যোগ ‘মানবতার দেওয়াল’
এই পুরো অভিযানের পর যদিও দোকান মালিক বলেন, ‘আমরা বৈধ জায়গা থেকেই সব কাপড় কিনি। তার সমস্ত বিল আমার কাছে আছে। আমি তো ওই কোম্পানি ভেবেই কাপড় কিনছি। কেউ আমাদের নামে অভিযোগ করেছে কিন্তু এতে আমাদের কী করার আছে। আমরা তো বিশ্বাস করেই কিনছি।’ পুজোর আগে জনপ্রিয় দোকানের নামে এমন অভিযোগ ওঠায় আতঙ্কিত অনেকেই। দাম দিয়ে নামীদামি ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেও স্বস্তি নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *