West Bengal Police : DM-র পর এবার ১০ SP সহ রাজ্যের পুলিশ মহলে বড় বদল, জেলায় জেলায় হইচই – reshuffle in various posts of west bengal police kolkata police


প্রশাসনিক পদে রদবদলের পাশাপশি রাজ্যের পুলিশ বিভাগেও একাধিক উচ্চপদে রদবদল করা হল মঙ্গলবার। এদিন মোট ১২ জন জেলাশাসককে রদবদল করার বিজ্ঞপ্তি জারি হয়। পাশাপশি, একাধিক জেলার পুলিশ সুপার, ডিআইজি এবং কলকাতা পুলিশের উচ্চপদেও রদবদল করা হল।

Kolkata Traffic Update Toady: মঙ্গলে মিটিং-মিছিলে রুদ্ধ হবে শহর? কোন রাস্তায় মুশকিল আসান জেনে নিন ট্রাফিক আপডেট
পুলিশ সুপার পদে রদবদল

মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার হলেন IPS সূর্য্যপ্রতাপ যাদব। তিনি কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক পদে ছিলেন। কোচবিহার জেলার পুলিশ সুপার হলেন দ্যুতিমান ভট্টাচার্য। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার হলেন IPS আনন্দ রায়। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার হলেন IPS আনন্দ নাথ কে। হুগলি জেলার পুলিশ সুপার হলেন IPS কামনাশিস সেন। তিনি পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ছিলেন। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার পদে আনা হল হুগলির পুলিশ সুপার IPS আমনদীপকে। রানাঘাট পুলিশ সুপার হলেন IPS কুমার সানি রাজ। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার হলেন সৌম্যদীপ ভট্টাচার্য, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার হলেন IPS চিন্ময় মিত্তল। বারুইপুর পুলিশ জেলার সুপার হলেন পলাশচন্দ্র ঢালি, তিনি ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি ছিলেন।

Document_09122023131200458_0001
রাজ্য পুলিশের উচ্চপদে রদবদল

রাজ্য পুলিশ, হেড কোয়ার্টার ডিআইজি পদে এলেন IPS রশিদ মুনির খান, তিনি মুর্শিদাবাদের ডিআইজি ছিলেন। মুর্শিদাবাদের ডিআইজি হলেন IPS মুকেশ। বারাসত রেঞ্জের ডিআইজি হলেন সুমিত কুমার। এসএস আইবি হলেন IPS সুরিন্দর সিং।

DM Of West Bengal : মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের মাঝেই বর্ধমান,হাওড়া-হুগলি, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় DM বদলি, তালিকায় বহু IAS-WBCS
কলকাতা পুলিশের রদবদল

কলকাতা পুলিশের ডিসি ইবি হলেন IPS রাহুল দে। ডিসি ট্রাফিক হলেন ইয়েল ওয়াদ শ্রীকান্ত জগন্নাথরো। ডিসি ডিডি স্পেশাল ভিডিত রাজ বুন্দেশ। ডিসিপি ট্রাফিক হলেন IPS ভিজি সতীশ পসুমার্থী। হাওড়া পুলিশ জেলার ডিসি সেন্ট্রাল হলেন অলকানন্দা ভোয়াল। বিধাননগর পুলিশের ডিসি হলেন IPS মানব সিং। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ এর ডিসি হলেন IPS রাহুল দে।

গরম থেকে মুক্তি! এসি হেলমেট মাথায় হাজির ট্রাফিক পুলিশ!

প্রশাসনিক পদেও রদবদল

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের পরেই রাজ্যের একাধিক আমলা পদে রদবদলের ঘোষণা করা হয়। মোট ১২ টি জেলার জেলাশাসক বদল করার কথা ঘোষণা করা হয়েছে। আমলা পদে এবং পুলিশ প্রশাসনের উচ্চপদে একদিনে এত রদবদল কার্যত নজিরবিহীন। তবে রুটিন মাফিক বদলি করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। বিদেশ সফরের যাওয়ার আগেই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে গিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা প্রশাসনিক পুরো বিষয়টি দেখবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *