100 Dial kolkata Police: ‘ফেসবুক ফ্রেন্ড’-এর বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ! ১০০ ডায়ালে রক্ষা পেলেন তরুণী – kolkata police save woman who seeks help in 100 dial for save herself from casting couch


ফেসবুক ফ্রেন্ডকে বলেছিলেন অভিনেত্রী হওয়ার ইচ্ছের কথা। প্রোফাইলের ডেসক্রিপশনে ছিল কলকাতার বড় দুই সংস্থার নাম। নিজেদের কাস্টিং ডিরেক্টর বলে পরিচয় দিয়েছিলেন দুই ব্যক্তি। এরপর অডিশনের নাম করে তরুণীকে হেনস্থার চেষ্টা। ১০০ নম্বরে ডায়াল করলে তরুণীটিকে উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে কলকাতার এক হোটেলে। ইতিমধ্যেই ঘটনায় ডায়মন্ড হারবার রোডের একটি হোটেল থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম সুদীপ মণ্ডল এবং ভাস্কর মণ্ডল।

Calcutta High Court : তদন্তে নির্যাতিতার বাড়িতে রাতে পুলিশ! বাড়ি গিয়ে ক্ষমা চাইতে হবে ২ ওসিকে
ঠিক কী ঘটেছে?
পুলিশ সূত্রে খবর, এই দুই অভিযুক্ত নিজেদের রাজ্যের দুই নামী সংস্থার কাস্টিং ডিরেক্টর হিসেবে পরিচয় দিয়েছিলেন। আর সেই মোতাবেক ফেসবুকে একটি ভুয়ো প্রোফাইলও তৈরি করে তারা। সেই ভুয়ো প্রোফাইল থেকেই চলছিল তরুণীদের ফাঁদে ফেলার চক্র।

অভিযুক্ত ভাস্কর এবং সুদীপের সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল ওই তরুণীর। এরপরেই তিনি সিরিয়ালে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন। আর সেই সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে মঙ্গলবার ডায়মন্ড হারবারের একটি হোটেলে তরুণীকে ডেকে পাঠানো হয়।

Siliguri News : শিলিগুড়ির মেয়ে খুন দেরাদুনে, ধৃত সেনাকর্তা
এরপরেই অভিযুক্ত দুই জন তরুণীকে বোঝাতে শুরু করে, যদি বিনোদন দুনিয়ায় পা রাখতে হয় সেক্ষেত্রে কাস্টিং কাউচের মুখোমুখি হতে হবেই। সিনেমাতে অভিনয় করার জন্য শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কথাও বলে ওই অভিযুক্তরা। এরপরেই বিপদের আভাস পান ওই তরুণী। তিনি চিৎকার করার চেষ্টাও করেন। কিন্তু, হোটেলের কামরা বন্ধ থাকার জন্য সেই আওয়াজ বাইরে পৌঁছয়নি।

এই পরিস্থিতিতে বুদ্ধি খাটিয়ে নিজেকে শৌচালয় পর্যন্ত নিয়ে যান ওই তরুণী। সেখান থেকে ১০০ নম্বর ডায়াল করেন তিনি। এদিনে ফোন পেয়েই তৎপর হয় লালবাজার। সঙ্গে সঙ্গে ঠাকুরপুকুর থানায় জানানো হয় বিষয়টি। এরপর পুলিশের একটি টিম গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় ওই দুই ব্যক্তিকেও।

Relationship Fraud: মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিয়ের প্রস্তাবে জবাব এড়াতেই দুঃসাহসিক পদক্ষেপ তরুণীর
ধৃতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণী। শ্লীলতাহানি, প্রতারণা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। জানা গিয়েছে, ওই তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হতে পারে।

সাইবার সচেতনতা নিয়ে কলকাতা তথা রাজ্য পুলিশের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় চালানো হচ্ছে ব্যাপক প্রচারও। কিন্তু, দিন দিন প্রতারণার কৌশল বদলে ফেলছেন প্রতারকরা। আগামীদিনে সাইবার সচেতনতা নিয়ে আরও ব্যাপকস্তরে প্রচার চালানো হতে পারে বলে সূত্রের খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *